হোলসিমের গ্রিন বিল্ট প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
হোলসিম (বাংলাদেশ) লিমিটেড আয়োজিত ‘হোলসিম গ্রিন বিল্ট বাংলাদেশ’ শীর্ষক চূড়ান্ত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আয়োজিত এ প্রতিযোগিতার প্রথম ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পান বুয়েট থেকে উচ্চতর ডিগ্রিধারী শুভ্র শোভন চৌধুরী ও তাঁর দল। দ্বিতীয় বিজয়ী হলেন বুয়েটের স্থাপত্য বিভাগের ছাত্র সাখাওয়াৎ হোসেন। তৃতীয় পুরস্কার লাভ করেন শামসুদ্দোহা ও তাঁর দল। এ ছাড়া আইডিয়া প্রজেক্ট তুলে ধরেন তানজিম হাসান সালিম।
দ্বিতীয় ক্যাটাগরিতে শেখ আহসান উল্লাহ মজুমদার ও তাঁর দল প্রথম পুরস্কার পান। দ্বিতীয় পুরস্কার জেতেন নাহাছ আহমেদ খলিল ও তাঁর দল। তৃতীয় পুরস্কার বিজয়ী হন খান মো. মোস্তফা খালিদ ও তাঁর দল। এ ছাড়া সম্মানী আইডিয়া প্রজেক্ট বিজয়ী হলো—নিসর্গ ভিজিটর ইন্টারপ্রিটেশন সেন্টার (এহসান খান ও তাঁর দল)।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত বুধবার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে অ্যাডভাইজরি বোর্ডের চেয়্যারম্যান অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, জুরি বোর্ডের চেয়ারম্যান বশিরুল হক, হোলসিম বাংলাদেশের চেয়ারম্যান লতিফুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক রজনিস কাপুর এবং হোলসিম গ্রুপের রিজিওনাল ম্যানেজার এইডেন লেইনাম বক্তব্য দেন
সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আয়োজিত এ প্রতিযোগিতার প্রথম ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পান বুয়েট থেকে উচ্চতর ডিগ্রিধারী শুভ্র শোভন চৌধুরী ও তাঁর দল। দ্বিতীয় বিজয়ী হলেন বুয়েটের স্থাপত্য বিভাগের ছাত্র সাখাওয়াৎ হোসেন। তৃতীয় পুরস্কার লাভ করেন শামসুদ্দোহা ও তাঁর দল। এ ছাড়া আইডিয়া প্রজেক্ট তুলে ধরেন তানজিম হাসান সালিম।
দ্বিতীয় ক্যাটাগরিতে শেখ আহসান উল্লাহ মজুমদার ও তাঁর দল প্রথম পুরস্কার পান। দ্বিতীয় পুরস্কার জেতেন নাহাছ আহমেদ খলিল ও তাঁর দল। তৃতীয় পুরস্কার বিজয়ী হন খান মো. মোস্তফা খালিদ ও তাঁর দল। এ ছাড়া সম্মানী আইডিয়া প্রজেক্ট বিজয়ী হলো—নিসর্গ ভিজিটর ইন্টারপ্রিটেশন সেন্টার (এহসান খান ও তাঁর দল)।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত বুধবার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে অ্যাডভাইজরি বোর্ডের চেয়্যারম্যান অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, জুরি বোর্ডের চেয়ারম্যান বশিরুল হক, হোলসিম বাংলাদেশের চেয়ারম্যান লতিফুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক রজনিস কাপুর এবং হোলসিম গ্রুপের রিজিওনাল ম্যানেজার এইডেন লেইনাম বক্তব্য দেন
No comments