ইসরায়েল মধ্যপ্রাচ্যকে যুদ্ধের ঝুঁকিতে ফেলেছে: বাশার
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, ইসরায়েলের বর্তমান সরকার একটি নৈরাজ্য সৃষ্টিকারী সরকার। গাজায় ত্রাণবাহী জাহাজে ইসরায়েলি হামলা মধ্যপ্রাচ্যকে একটি আঞ্চলিক যুদ্ধের ঝুঁকিতে ফেলে দিয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
বিবিসিকে দেওয়া ওই সাক্ষাৎকারে সিরিয়ার প্রেসিডেন্ট বলেন, ৩১ মার্চের ওই হামলায় নয়জন তুর্কি নিহত হন। এতে করে অদূর ভবিষ্যতে শান্তি প্রতিষ্ঠার যে সম্ভাবনা ছিল, তাও শেষ হয়ে গেছে।
বাশার বলেন, ওই ঘটনা প্রমাণ করে ইসরায়েলের বর্তমান সরকার একটি বিপর্যয় সৃষ্টিকারী সরকার। এ ধরনের সরকারের সঙ্গে শান্তি প্রতিষ্ঠা নিয়ে কাজ করা কোনোভাবেই সম্ভব নয়। ওই ঘটনা মধ্যপ্রাচ্যে কোনো যুদ্ধের ঝুঁকি তৈরি করেছে কি না, এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অবশ্যই।’
বিবিসিকে দেওয়া ওই সাক্ষাৎকারে সিরিয়ার প্রেসিডেন্ট বলেন, ৩১ মার্চের ওই হামলায় নয়জন তুর্কি নিহত হন। এতে করে অদূর ভবিষ্যতে শান্তি প্রতিষ্ঠার যে সম্ভাবনা ছিল, তাও শেষ হয়ে গেছে।
বাশার বলেন, ওই ঘটনা প্রমাণ করে ইসরায়েলের বর্তমান সরকার একটি বিপর্যয় সৃষ্টিকারী সরকার। এ ধরনের সরকারের সঙ্গে শান্তি প্রতিষ্ঠা নিয়ে কাজ করা কোনোভাবেই সম্ভব নয়। ওই ঘটনা মধ্যপ্রাচ্যে কোনো যুদ্ধের ঝুঁকি তৈরি করেছে কি না, এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অবশ্যই।’
No comments