টিকে রইল গ্রিসের আশা
নতুন কোনো ট্র্যাজিক উপাখ্যান রচিত হয়নি, টিকে রইল গ্রিক অভিযান। কাল নাইজেরিয়াকে ২-১ গোলে হারিয়ে অন্তত কাগজে-কলমে দ্বিতীয় রাউন্ডের আশা বাঁচিয়ে রাখল গ্রিস।
গ্রিস কাল ঠিক যেন ফিনিক্স পাখির মতোই ভস্ম থেকে পুনর্জন্ম নিয়েছে। ১৬ মিনিটে উচের গোলে পিছিয়ে পড়েছিল গ্রিস। শুধু গোলের হিসেবেই নয়, পিছিয়ে ছিল আসলে তারা সামগ্রিকভাবেও। বল পজেশন, পাসিং...সব দিক দিয়েই। কিন্তু নাইজেরিয়াকে এলোমেলো করে দিল ৩৫ মিনিটের একটি ঘটনা—প্রতিপক্ষের খেলোয়াড়কে লাথি মারার কারণে লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যেতে হয় সানি কেইটাকে।
এর পর থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় গ্রিস। ৪৪ মিনিটে সালপিংগিদিস গ্রিসকে ম্যাচে ফেরান, ৭১ মিনিটে জয়সূচক গোল করেন টোরোসিডিস। এরপর ১০ জন নিয়েও সমানে সমান লড়াই করলেও গোল আর শোধ দিতে পারেনি নাইজেরিয়া।
গ্রিস কাল ঠিক যেন ফিনিক্স পাখির মতোই ভস্ম থেকে পুনর্জন্ম নিয়েছে। ১৬ মিনিটে উচের গোলে পিছিয়ে পড়েছিল গ্রিস। শুধু গোলের হিসেবেই নয়, পিছিয়ে ছিল আসলে তারা সামগ্রিকভাবেও। বল পজেশন, পাসিং...সব দিক দিয়েই। কিন্তু নাইজেরিয়াকে এলোমেলো করে দিল ৩৫ মিনিটের একটি ঘটনা—প্রতিপক্ষের খেলোয়াড়কে লাথি মারার কারণে লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যেতে হয় সানি কেইটাকে।
এর পর থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় গ্রিস। ৪৪ মিনিটে সালপিংগিদিস গ্রিসকে ম্যাচে ফেরান, ৭১ মিনিটে জয়সূচক গোল করেন টোরোসিডিস। এরপর ১০ জন নিয়েও সমানে সমান লড়াই করলেও গোল আর শোধ দিতে পারেনি নাইজেরিয়া।
No comments