‘ঈশ্বরের নির্দেশে লাদেনকে হত্যা করতে এসেছি’
আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেনকে খুঁজতে এসে পাকিস্তানে আটক মার্কিন নাগরিক গ্যারি ব্রুকস ফকনার বলেছেন, যুক্তরাষ্ট্রে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার ঘটনার প্রতিশোধ নিতে তিনি ঈশ্বরের নির্দেশে লাদেনকে হত্যা করতে পাকিস্তানে এসেছেন। তিনি বলেন, ‘ঈশ্বরে নির্দেশে আমি লাদেনকে হত্যা করতে এসেছি।’ ঈশ্বর তাঁকে স্বপ্নে লাদেনকে হত্যা করার এ নির্দেশ দিয়েছেন। পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
কর্মকর্তারা জানান, গ্যারি গত বুধবার জিজ্ঞাসাবাদে বলেছেন, স্বপ্নে পাওয়া ঈশ্বরের নির্দেশে তিনি ওসামা বিন লাদেনের সন্ধানে পাকিস্তানে এসেছেন। গ্যারি সম্পর্কে তথ্য দেওয়া এসব নিরাপত্তা কর্মকর্তার মধ্যে একজন তদন্ত কর্মকর্তাও রয়েছেন।
গ্যারির ভাই স্কট ফকনার বলেন, তাঁর ভাই উন্মাদ নন। তিনি একজন দেশপ্রেমিক ও ঈশ্বরে বিশ্বাসী। পুরস্কার পাওয়ার লোভে তিনি লাদেনকে ধরতে বের হননি। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার ঘটনায় তিনি ওসামার ওপর চরম ক্ষুব্ধ হন।
কর্মকর্তারা জানান, গ্যারি গত বুধবার জিজ্ঞাসাবাদে বলেছেন, স্বপ্নে পাওয়া ঈশ্বরের নির্দেশে তিনি ওসামা বিন লাদেনের সন্ধানে পাকিস্তানে এসেছেন। গ্যারি সম্পর্কে তথ্য দেওয়া এসব নিরাপত্তা কর্মকর্তার মধ্যে একজন তদন্ত কর্মকর্তাও রয়েছেন।
গ্যারির ভাই স্কট ফকনার বলেন, তাঁর ভাই উন্মাদ নন। তিনি একজন দেশপ্রেমিক ও ঈশ্বরে বিশ্বাসী। পুরস্কার পাওয়ার লোভে তিনি লাদেনকে ধরতে বের হননি। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার ঘটনায় তিনি ওসামার ওপর চরম ক্ষুব্ধ হন।
No comments