যুক্তরাষ্ট্রকে দুই হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দেবে বিপি
মেক্সিকো উপসাগরে তেলক্ষেত্রে বিস্ফোরণের ঘটনায় ওই তেলক্ষেত্রের দায়িত্বপ্রাপ্ত কোম্পানি ব্রিটিশ পেট্রোলিয়াম (বিপি) যুক্তরাষ্ট্রকে ক্ষতিপূরণ হিসেবে দুই হাজার কোটি ডলার দিতে রাজি হয়েছে। গত বুধবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বিপির চেয়ারম্যান কার্ল হেনরিক স্তানভানবার্গের বৈঠকের পর হোয়াইট হাউসের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির নেতারা বিপির কাছ থেকে ক্ষতিপূরণ আদায়কে প্রেসিডেন্ট ওবামার বড় ধরনের সাফল্য বলে মনে করছেন। বিরোধী রিপাবলিকানরা বিষয়টিকে সাফল্য হিসেবে দেখলেও সার্বিক পরিস্থিতি নিয়ে ওবামার কঠোর সমালোচনা করেছেন। এদিকে বিপির প্রধান নির্বাহী টনি হাওয়ার্ডকে মার্কিন কংগ্রেস কমিটির গতকাল বৃহস্পতিবার জেরা করার কথা।
হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, তেলক্ষেত্রে দুর্ঘটনার কারণে বিপি দুই হাজার কোটি ডলার দিতে রাজি হয়েছে। আগামী চার বছরে চারটি কিস্তিতে বিপি ওই অর্থ দেবে। প্রতি কিস্তির পরিমাণ হবে পাঁচ হাজার কোটি ডলার। ২০১০ সালের মধ্যেই প্রথম কিস্তির টাকা দেবে বিপি। বিপির চেয়ারম্যান কার্ল হেনরিক হোয়াইট হাউস থেকে বেরিয়ে যাওয়ার আগেই এই বিবৃতি দেওয়া হয়।
এ দুর্ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন বিপির চেয়ারম্যান হেনরিক। তিনি বলেন, ‘বিপির কর্মীদের পক্ষ থেকে আমি মার্কিন জনগণের কাছে দুঃখ প্রকাশ করছি। আমি অনেককে বলতে শুনেছি, বড় তেল কোম্পানিগুলো লোভী হয়, কিন্তু বিপি তা নয়।’ তিনি জানান, বিপি প্রতিষ্ঠানটি
মানুষের ওপর আস্থা ফেরাতে চায়।
মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ও ডেমোক্র্যাট নেতা ন্যান্সি পেলোসি বিপির কাছ থেকে অর্থ আদায়ের বিষয়টিকে স্বাগত জানিয়ে বিবৃতি দিয়েছেন। তবে তিনি বলেন, বিপি কোনো না কোনোভাবে উপকূলের জনগণ, ছোট ব্যবসায়ী ও কর্মীদের কাছ থেকেই ওই অর্থ তুলে নেবে। তাই সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। পেলোসি বলেন, ‘পুরো বিষয়টি আমাদের সতর্কভাবে পর্যবেক্ষণ করতে হবে। বিপি দায়িত্ব পালনে ব্যর্থ হলে কঠোর আইনি পদক্ষেপ নিতে দ্বিধা করা যাবে না।’
সিনেটে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হ্যারি রিড বলেন, ক্ষতিপূরণ আদায়ের প্রথম পদক্ষেপ ভালোই হলো। এর মাধ্যমে বিপির এই দুর্ঘটনার দায় নেওয়ার মানসিকতা বোঝা গেল। ডেমোক্র্যাট সিনেটর রবার্ট মেন্ডেজ বলেন, ‘এই দুর্ঘটনায় অর্থনীতি ও পরিবেশগত যে বিপর্যয় হলো, বিপিকে তার ক্ষতিপূরণ দিতে বাধ্য করতে আমাদের কাজ চালিয়ে যেতে হবে।’
রিপাবলিকান দলের নেতা এরিক ক্যানটর বলেন, ‘বিপির কাছ থেকে টাকা আদায়ে প্রেসিডেন্ট ওমাবার পদক্ষেপকে স্বাগত জানাই। কিন্তু তিনি এই সমস্যার স্থায়ী সমাধানের কোনো পদক্ষেপ নেননি।’
গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের কাছে মেক্সিকো উপসাগরের ওই তেলক্ষেত্রে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিশেষজ্ঞরা বলছেন, ক্ষতিগ্রস্ত পাইপ দিয়ে এখনো দিনে ৩৫ থেকে ৬০ হাজার ব্যারেল তেল সাগরের পানিতে মিশছে। এতে সাগরের জীববৈচিত্র্য ও উপকূলীয় এলাকার পরিবেশ হুমকির মুখে পড়েছে।
ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির নেতারা বিপির কাছ থেকে ক্ষতিপূরণ আদায়কে প্রেসিডেন্ট ওবামার বড় ধরনের সাফল্য বলে মনে করছেন। বিরোধী রিপাবলিকানরা বিষয়টিকে সাফল্য হিসেবে দেখলেও সার্বিক পরিস্থিতি নিয়ে ওবামার কঠোর সমালোচনা করেছেন। এদিকে বিপির প্রধান নির্বাহী টনি হাওয়ার্ডকে মার্কিন কংগ্রেস কমিটির গতকাল বৃহস্পতিবার জেরা করার কথা।
হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, তেলক্ষেত্রে দুর্ঘটনার কারণে বিপি দুই হাজার কোটি ডলার দিতে রাজি হয়েছে। আগামী চার বছরে চারটি কিস্তিতে বিপি ওই অর্থ দেবে। প্রতি কিস্তির পরিমাণ হবে পাঁচ হাজার কোটি ডলার। ২০১০ সালের মধ্যেই প্রথম কিস্তির টাকা দেবে বিপি। বিপির চেয়ারম্যান কার্ল হেনরিক হোয়াইট হাউস থেকে বেরিয়ে যাওয়ার আগেই এই বিবৃতি দেওয়া হয়।
এ দুর্ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন বিপির চেয়ারম্যান হেনরিক। তিনি বলেন, ‘বিপির কর্মীদের পক্ষ থেকে আমি মার্কিন জনগণের কাছে দুঃখ প্রকাশ করছি। আমি অনেককে বলতে শুনেছি, বড় তেল কোম্পানিগুলো লোভী হয়, কিন্তু বিপি তা নয়।’ তিনি জানান, বিপি প্রতিষ্ঠানটি
মানুষের ওপর আস্থা ফেরাতে চায়।
মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ও ডেমোক্র্যাট নেতা ন্যান্সি পেলোসি বিপির কাছ থেকে অর্থ আদায়ের বিষয়টিকে স্বাগত জানিয়ে বিবৃতি দিয়েছেন। তবে তিনি বলেন, বিপি কোনো না কোনোভাবে উপকূলের জনগণ, ছোট ব্যবসায়ী ও কর্মীদের কাছ থেকেই ওই অর্থ তুলে নেবে। তাই সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। পেলোসি বলেন, ‘পুরো বিষয়টি আমাদের সতর্কভাবে পর্যবেক্ষণ করতে হবে। বিপি দায়িত্ব পালনে ব্যর্থ হলে কঠোর আইনি পদক্ষেপ নিতে দ্বিধা করা যাবে না।’
সিনেটে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হ্যারি রিড বলেন, ক্ষতিপূরণ আদায়ের প্রথম পদক্ষেপ ভালোই হলো। এর মাধ্যমে বিপির এই দুর্ঘটনার দায় নেওয়ার মানসিকতা বোঝা গেল। ডেমোক্র্যাট সিনেটর রবার্ট মেন্ডেজ বলেন, ‘এই দুর্ঘটনায় অর্থনীতি ও পরিবেশগত যে বিপর্যয় হলো, বিপিকে তার ক্ষতিপূরণ দিতে বাধ্য করতে আমাদের কাজ চালিয়ে যেতে হবে।’
রিপাবলিকান দলের নেতা এরিক ক্যানটর বলেন, ‘বিপির কাছ থেকে টাকা আদায়ে প্রেসিডেন্ট ওমাবার পদক্ষেপকে স্বাগত জানাই। কিন্তু তিনি এই সমস্যার স্থায়ী সমাধানের কোনো পদক্ষেপ নেননি।’
গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের কাছে মেক্সিকো উপসাগরের ওই তেলক্ষেত্রে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিশেষজ্ঞরা বলছেন, ক্ষতিগ্রস্ত পাইপ দিয়ে এখনো দিনে ৩৫ থেকে ৬০ হাজার ব্যারেল তেল সাগরের পানিতে মিশছে। এতে সাগরের জীববৈচিত্র্য ও উপকূলীয় এলাকার পরিবেশ হুমকির মুখে পড়েছে।
No comments