পোল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচন রোববার
আগামী রোববার পোল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে মূল প্রতিদ্বন্দ্বিতা করবেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ব্রনিস্ল কমোরোস্কি ও সাবেক প্রধানমন্ত্রী জারোস্ল কাচজিনস্কি। রাশিয়ায় ১০ এপ্রিল বিমান দুর্ঘটনায় পোলিশ প্রেসিডেন্ট লেস কাচজিনস্কি মারা যাওয়ার পর এ পদে শূন্যতার সৃষ্টি হয়।
ক্ষমতাসীন দল সিভিক প্লাটফর্ম পার্টির প্রধানমন্ত্রী ডোনাল্ড টুস্কের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ব্রনিস্ল কমোরোস্কি। প্রয়াত প্রেসিডেন্ট লেক কাচজিনস্কির দ্বিতীয় মেয়াদের প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়েও তিনি প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মনোনীত হয়েছিলেন। এ বছরের শরতে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বিমান দুর্ঘটনায় প্রেসিডেন্ট নিহত হওয়ার পর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে তিনি দায়িত্ব নেন।
১৯৮১ সালে পোল্যান্ডে কমিউনিস্টবিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন ব্রনিস্ল কমোরোস্কি। এই অপরাধে তাঁকে কারাভোগও করতে হয়। ১৯৮৯ সালে কমিউনিস্ট সরকারের পতনের পর রাজনীতিতে প্রবেশ করেন তিনি। নব্বইয়ের দশকে তিনটি সরকারে উপ-প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০০১ সালে প্রতিরক্ষামন্ত্রী হন। ২০০৭ সালের নভেম্বরে স্পিকার নির্বাচিত হন কমোরোস্কি।
প্রয়াত প্রেসিডেন্ট লেস কাচজিনস্কির যমজ ভাই হলেন জারোস্ল কাচজিনস্কি। বিরোধী দল ল অ্যান্ড জাস্টিস পার্টির নেতা তিনি। ২০০৬ সালের জুলাইয়ে ল অ্যান্ড জাস্টিস পার্টির নেতৃত্বে সংস্কারের সময় তিনি প্রধানমন্ত্রী হন। কিন্তু একই বছরের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে আবার হেরে যান
ক্ষমতাসীন দল সিভিক প্লাটফর্ম পার্টির প্রধানমন্ত্রী ডোনাল্ড টুস্কের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ব্রনিস্ল কমোরোস্কি। প্রয়াত প্রেসিডেন্ট লেক কাচজিনস্কির দ্বিতীয় মেয়াদের প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়েও তিনি প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মনোনীত হয়েছিলেন। এ বছরের শরতে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বিমান দুর্ঘটনায় প্রেসিডেন্ট নিহত হওয়ার পর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে তিনি দায়িত্ব নেন।
১৯৮১ সালে পোল্যান্ডে কমিউনিস্টবিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন ব্রনিস্ল কমোরোস্কি। এই অপরাধে তাঁকে কারাভোগও করতে হয়। ১৯৮৯ সালে কমিউনিস্ট সরকারের পতনের পর রাজনীতিতে প্রবেশ করেন তিনি। নব্বইয়ের দশকে তিনটি সরকারে উপ-প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০০১ সালে প্রতিরক্ষামন্ত্রী হন। ২০০৭ সালের নভেম্বরে স্পিকার নির্বাচিত হন কমোরোস্কি।
প্রয়াত প্রেসিডেন্ট লেস কাচজিনস্কির যমজ ভাই হলেন জারোস্ল কাচজিনস্কি। বিরোধী দল ল অ্যান্ড জাস্টিস পার্টির নেতা তিনি। ২০০৬ সালের জুলাইয়ে ল অ্যান্ড জাস্টিস পার্টির নেতৃত্বে সংস্কারের সময় তিনি প্রধানমন্ত্রী হন। কিন্তু একই বছরের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে আবার হেরে যান
No comments