সাত রাজ্যে মাওবাদীদের বন্ধ্ আহ্বান
আগামীকাল সোমবার ও পরশু মঙ্গলবার ভারতের সাত রাজ্যে ৪৮ ঘণ্টার বন্ধ্ ডেকেছে মাওবাদীরা। কেন্দ্রীয় যৌথ বাহিনীর অত্যাচার এবং সরকার ঘোষিত অপারেশন গ্রিন হান্টের প্রতিবাদেই মাওবাদীরা এই বন্ধ্ আহ্বান করেছে।
মাওবাদীদের কেন্দ্রীয় নেতা বিক্রম গত শুক্রবার এক ঘোষণায় বলেছেন, এই বন্ধ্ আহ্বান করা হয়েছে সাতটি মাওবাদী অধ্যুষিত রাজ্যে। এই সাতটি রাজ্য হলো ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, ছত্রিশগড়, অন্ধ্র প্রদেশ ও মহারাষ্ট্র। তবে মহারাষ্ট্রে তারা মাও প্রভাবিত মাত্র তিনটি জেলায় এই বন্ধ্ ডেকেছে।
বিক্রম সংবাদমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলেন, মাওবাদীরা সরকারের সঙ্গে আলোচনায় বসতে চায়। তবে তার আগে সরকারকে রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধ করতে হবে।
মাওবাদীদের কেন্দ্রীয় নেতা বিক্রম গত শুক্রবার এক ঘোষণায় বলেছেন, এই বন্ধ্ আহ্বান করা হয়েছে সাতটি মাওবাদী অধ্যুষিত রাজ্যে। এই সাতটি রাজ্য হলো ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, ছত্রিশগড়, অন্ধ্র প্রদেশ ও মহারাষ্ট্র। তবে মহারাষ্ট্রে তারা মাও প্রভাবিত মাত্র তিনটি জেলায় এই বন্ধ্ ডেকেছে।
বিক্রম সংবাদমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলেন, মাওবাদীরা সরকারের সঙ্গে আলোচনায় বসতে চায়। তবে তার আগে সরকারকে রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধ করতে হবে।
No comments