পরমাণু নিরস্ত্রীকরণ বিষয়ে এপ্রিলের শুরুতে চুক্তি সই করবে যুক্তরাষ্ট্র ও রাশিয়া
যুক্তরাষ্ট্র ও রাশিয়া আগামী মাসের শুরুতে পরমাণু নিরস্ত্রীকরণ বিষয়ে নতুন চুক্তি স্বাক্ষর করবে। চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে এ চুক্তি স্বাক্ষরিত হবে। গতকাল শনিবার একজন কূটনীতিকের বরাত দিয়ে রাশিয়ার দৈনিক কোমেরসান্ত এ খবর প্রকাশ করে।
এতে বলা হয়, নতুন পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি প্রায় প্রস্তুত। জেনেভায় আলোচকেরা এটা নিয়ে কাজ করছেন। চুক্তির বিভিন্ন দিক ইংরেজি ও রুশ ভাষায় লেখা হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়, কিয়েভে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের কথা ছিল। কিন্তু যুক্তরাষ্ট্রের অসম্মতির কারণে প্রাগে চুক্তি স্বাক্ষরের বিষয়টি চূড়ান্ত করা হয়।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ নতুন চুক্তিতে সই করবেন। আগামী ১২ ও ১৩ এপ্রিল ওয়াশিংটনে পরমাণু নিরাপত্তাবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে যুক্তরাষ্ট্র। ওই সম্মেলনের আগেই রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু নিরস্ত্রীকরণ বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হবে।
রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে ১৯৯১ সালে স্বাক্ষরিত হয় কৌশলগত অস্ত্র হ্রাস চুক্তি (স্টার্ট)। গত ডিসেম্বরে এই চুক্তির মেয়াদ শেষ হয়েছে।
এতে বলা হয়, নতুন পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি প্রায় প্রস্তুত। জেনেভায় আলোচকেরা এটা নিয়ে কাজ করছেন। চুক্তির বিভিন্ন দিক ইংরেজি ও রুশ ভাষায় লেখা হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়, কিয়েভে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের কথা ছিল। কিন্তু যুক্তরাষ্ট্রের অসম্মতির কারণে প্রাগে চুক্তি স্বাক্ষরের বিষয়টি চূড়ান্ত করা হয়।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ নতুন চুক্তিতে সই করবেন। আগামী ১২ ও ১৩ এপ্রিল ওয়াশিংটনে পরমাণু নিরাপত্তাবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে যুক্তরাষ্ট্র। ওই সম্মেলনের আগেই রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু নিরস্ত্রীকরণ বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হবে।
রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে ১৯৯১ সালে স্বাক্ষরিত হয় কৌশলগত অস্ত্র হ্রাস চুক্তি (স্টার্ট)। গত ডিসেম্বরে এই চুক্তির মেয়াদ শেষ হয়েছে।
No comments