‘বাংলাদেশের ফুটবল মরেনি!’
নোয়াখালী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হয়ে এসে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন বলেছেন, ‘কেউ কেউ বলেন, বাংলাদেশের ফুটবল মরে গেছে। তাদের বলি, প্রতিটি ফুটবল ম্যাচের দর্শকই প্রমাণ করে ফুটবল মরেনি।’ নাইজেরিয়ান অ্যান্থনির একমাত্র গোলে কবিরহাট উপজেলা একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বেগমগঞ্জ উপজেলা। বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়ার পর সংক্ষিপ্ত বক্তৃতাও দেন সালাউদ্দিন।
তিনি বলেন, নোয়াখালীতে ফুটবলার তৈরিতে ক্যাম্প আয়োজন করা হলে বাফুফের পক্ষ থেকে কোচ দেওয়া হবে। এ স্টেডিয়াম শেরেবাংলা কাপের ভেন্যু হতে পারে। বেলা তিনটায় ফাইনাল খেলার উদ্বোধন করেন টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক একরামুল করিম চৌধুরী।
তিনি বলেন, নোয়াখালীতে ফুটবলার তৈরিতে ক্যাম্প আয়োজন করা হলে বাফুফের পক্ষ থেকে কোচ দেওয়া হবে। এ স্টেডিয়াম শেরেবাংলা কাপের ভেন্যু হতে পারে। বেলা তিনটায় ফাইনাল খেলার উদ্বোধন করেন টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক একরামুল করিম চৌধুরী।
No comments