মরিনহোকে পেতে মরিয়া সিটি
টাকা কোনো ব্যাপার নয়’। ক্লাব কেনার পর থেকে এ কথাই বুঝিয়ে দিয়ে আসছেন ম্যানচেস্টার সিটির মালিক শেখ মনসুর বিন জায়েদ আল নাহিয়ান। নামটা যেমন বড়, তেমনই অঢেল তাঁর ধনদৌলত। তার থেকে একটা অংশ তিনি তুলে দিতে প্রস্তুত হোসে মরিনহোর হাতে। সিটির কোচ হিসেবে এই পর্তুগিজকে তাঁর চাই-ই চাই।
সেই ১৯৬৫ সালে সর্বশেষ চ্যাম্পিয়ন হওয়া ইন্টার মিলানকে আবারও চ্যাম্পিয়নস লিগের শিরোপার পথে নিয়ে যাচ্ছেন এই মরিনহো। তাঁর সাবেক ক্লাব চেলসিকে তাদের ডেরায় এসে হারিয়ে উঠে গেছেন কোয়ার্টার ফাইনালে। কিন্তু ইতালিয়ান ফুটবল নিয়ে নিজের অসন্তোষ আর ইংলিশ প্রিমিয়ার লিগে ফেরার ইচ্ছাটা সুযোগ পেলেই জানিয়ে রাখেন ‘স্পেশাল ওয়ান’। ইন্টার তাঁকে বছরে ৮৩ লাখ পাউন্ড দেয় বেতন হিসেবে। বড় বড় শিরোপা জিততে মরিয়া সিটি বেশ ভালো দর হাঁকতে যাচ্ছে মরিনহোকে কিনতে। ক্লাবের সূত্র জানিয়েছে এমনটাই।
শেষ পর্যন্ত মরিনহো সিটিতে ফিরলে এখনকার কোচ রবার্তো মানচিনির কী হবে? মজার ব্যাপার হলো, তিনি নাকি ফিরে যাবেন ইন্টারে!
সেই ১৯৬৫ সালে সর্বশেষ চ্যাম্পিয়ন হওয়া ইন্টার মিলানকে আবারও চ্যাম্পিয়নস লিগের শিরোপার পথে নিয়ে যাচ্ছেন এই মরিনহো। তাঁর সাবেক ক্লাব চেলসিকে তাদের ডেরায় এসে হারিয়ে উঠে গেছেন কোয়ার্টার ফাইনালে। কিন্তু ইতালিয়ান ফুটবল নিয়ে নিজের অসন্তোষ আর ইংলিশ প্রিমিয়ার লিগে ফেরার ইচ্ছাটা সুযোগ পেলেই জানিয়ে রাখেন ‘স্পেশাল ওয়ান’। ইন্টার তাঁকে বছরে ৮৩ লাখ পাউন্ড দেয় বেতন হিসেবে। বড় বড় শিরোপা জিততে মরিয়া সিটি বেশ ভালো দর হাঁকতে যাচ্ছে মরিনহোকে কিনতে। ক্লাবের সূত্র জানিয়েছে এমনটাই।
শেষ পর্যন্ত মরিনহো সিটিতে ফিরলে এখনকার কোচ রবার্তো মানচিনির কী হবে? মজার ব্যাপার হলো, তিনি নাকি ফিরে যাবেন ইন্টারে!
No comments