দুই বছর পর লিভারপুলকে হারাল ম্যানইউ
সর্বশেষ ২০০৮ সালের মার্চে লিভারপুলকে হারিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। দুই বছর অপেক্ষার পর অবশেষে তাদের হারাতে পারল অ্যালেক্স ফার্গুসনের দল। ইংলিশ প্রিমিয়ার লিগে কাল ওল্ড ট্র্যাফোর্ডে মুখোমুখি হয়েছিল দুদল, ২-১ গোলে লিভারপুলকে হারিয়ে পয়েন্ট তালিকায় আবার শীর্ষে উঠে এল ম্যানইউ। ৩১ ম্যাচে ৬৯ পয়েন্ট ম্যানইউর, সমান ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আর্সেনাল, সমান ম্যাচে ৫১ পয়েন্ট পাওয়া লিভারপুল রইল ষষ্ঠ স্থানে।
৫ মিনিটে ফার্নান্দো তোরেসের গোলে এগিয়ে যায় লিভারপুল। ১২ মিনিটে বিতর্কিত পেনাল্টি থেকে ১-১ করেন ওয়েইন রুনি। এবারের মৌসুমে তাঁর ৩৩তম গোল। ৬০ মিনিটে ম্যানইউকে জয়সূচক গোল এনে দেন পার্ক জি সুং।
কাল হতাশার রাত কাটল চেলসির। ব্ল্যাকবার্ন রোভার্সের বিপক্ষে ৬ মিনিটেই দ্রগবার গোলে এগিয়ে গিয়েছিল তারা। কিন্তু ৭০ মিনিটে দিউফের গোলে শেষ পর্যন্ত ড্র নিয়ে ফেরে চেলসি। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ম্যানইউয়ের সঙ্গে তাদের ব্যবধান ৪ পয়েন্টের। অবশ্য ম্যানইউ-আর্সেনালের চেয়ে এক ম্যাচ কম খেলেছে তারা। ফুলহামকে তাদের মাঠে ২-১ গোলে হারিয়ে পাঁচে উঠে এসেছে ম্যানচেস্টার সিটি।
৫ মিনিটে ফার্নান্দো তোরেসের গোলে এগিয়ে যায় লিভারপুল। ১২ মিনিটে বিতর্কিত পেনাল্টি থেকে ১-১ করেন ওয়েইন রুনি। এবারের মৌসুমে তাঁর ৩৩তম গোল। ৬০ মিনিটে ম্যানইউকে জয়সূচক গোল এনে দেন পার্ক জি সুং।
কাল হতাশার রাত কাটল চেলসির। ব্ল্যাকবার্ন রোভার্সের বিপক্ষে ৬ মিনিটেই দ্রগবার গোলে এগিয়ে গিয়েছিল তারা। কিন্তু ৭০ মিনিটে দিউফের গোলে শেষ পর্যন্ত ড্র নিয়ে ফেরে চেলসি। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ম্যানইউয়ের সঙ্গে তাদের ব্যবধান ৪ পয়েন্টের। অবশ্য ম্যানইউ-আর্সেনালের চেয়ে এক ম্যাচ কম খেলেছে তারা। ফুলহামকে তাদের মাঠে ২-১ গোলে হারিয়ে পাঁচে উঠে এসেছে ম্যানচেস্টার সিটি।
No comments