ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত
ভারত তার ব্রাহ্মস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের নতুন সংস্করণের সফল পরীক্ষা চালিয়েছে। রাশিয়ার সহযোগিতায় ক্ষেপণাস্ত্রটি তৈরি করা হয়। এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
ব্রাহ্মস মহাকাশযানের প্রধান এ সিভাথানু পিল্লাই বার্তা সংস্থা পিটিআইকে জানান, ভারতের পূর্ব উপকূলবর্তী বঙ্গোপসাগরে নৌবাহিনীর একটি জাহাজ থেকে গতকাল রোববার ক্ষেপণাস্ত্রটি উেক্ষপণ করা হয়।
তিনি বলেন, ক্ষেপণাস্ত্রটি সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পেরেছে। বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশ এ ধরনের ক্ষেপণাস্ত্রের অধিকারী।
২০০ কিলোগ্রাম (৪৪০ পাউন্ড) প্রচলিত ওয়্যারহেড বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রটি ২৮০ কিলোমিটার (১৭৫ মাইল) দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ভারত ও রাশিয়ার বিশেষজ্ঞরা ২০০১ সালে ক্ষেপণাস্ত্রটি তৈরির কাজ শুরু করেন।
ভারতের ব্রহ্মপুত্র নদ ও রাশিয়ার মস্কভা মিলিয়ে ক্ষেপণাস্ত্রটির নামকরণ করা হয়েছে। ভারতের সামরিক বাহিনী ২০০৭ সাল থেকে ক্ষেপণাস্ত্রটি ব্যবহার করছে।
ব্রাহ্মস মহাকাশযানের প্রধান এ সিভাথানু পিল্লাই বার্তা সংস্থা পিটিআইকে জানান, ভারতের পূর্ব উপকূলবর্তী বঙ্গোপসাগরে নৌবাহিনীর একটি জাহাজ থেকে গতকাল রোববার ক্ষেপণাস্ত্রটি উেক্ষপণ করা হয়।
তিনি বলেন, ক্ষেপণাস্ত্রটি সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পেরেছে। বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশ এ ধরনের ক্ষেপণাস্ত্রের অধিকারী।
২০০ কিলোগ্রাম (৪৪০ পাউন্ড) প্রচলিত ওয়্যারহেড বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রটি ২৮০ কিলোমিটার (১৭৫ মাইল) দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ভারত ও রাশিয়ার বিশেষজ্ঞরা ২০০১ সালে ক্ষেপণাস্ত্রটি তৈরির কাজ শুরু করেন।
ভারতের ব্রহ্মপুত্র নদ ও রাশিয়ার মস্কভা মিলিয়ে ক্ষেপণাস্ত্রটির নামকরণ করা হয়েছে। ভারতের সামরিক বাহিনী ২০০৭ সাল থেকে ক্ষেপণাস্ত্রটি ব্যবহার করছে।
No comments