কেন্দ্রের বিরুদ্ধে এবার বিদ্রোহ করলেন মমতা -পশ্চিমবঙ্গে মাওবাদী তত্পরতা
হঠাত্ করে এতটা চটে যাবেন মমতা বন্দোপাধ্যায়, এটা ভাবতে পারেননি পশ্চিমবঙ্গের রাজনীতিবিদ বা সাধারণ মানুষও। গত শনিবার তিনি এক সংবাদ সম্মেলনে প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করলেন কেন্দ্রীয় ইউপিএ সরকারের ওপর। একই সঙ্গে রাজ্য সরকারকেও তিনি তুলাধুনা করেন, যদিও মমতা ওই দিন জানিয়ে দেন, তিনি মন্ত্রী হিসেবে নয়, তৃণমূল নেত্রী হিসেবেই তাঁর ওই বক্তব্য দিচ্ছেন।
হুমকির সুরে মমতা বলেন, কেন্দ্র মাওবাদী দমনে কোনো সদর্থক ভূমিকা নেয়নি। বরং মাওবাদী দমনের নামে রাজ্যের সিপিএম সরকারকে অক্সিজেন দিয়ে মদদ দিচ্ছে। কেন্দ্র যতই মদদ দিক না কেন, পশ্চিমবঙ্গের রাজ্যপাট থেকে সরিয়ে দেওয়া হবে মাওবাদীদের।
তিনি মাওবাদীদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, ‘বুকের পাটা থাকলে খুন করুক না তৃণমূল কর্মীদের।’ মমতা ইউপিএ সরকারকে উদ্দেশ করে বলেন, ‘কেন্দ্র পশ্চিমবঙ্গে সন্ত্রাস দমনে আন্তরিক নয়। বারবার বিষয়টি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে জানালেও তাঁদের সাহায্য মেলেনি। এতদিন ধৈর্য ধরেছি, আর নয়। কেন্দ্রের সাহায্য চাই না। এবার রাস্তায় আমরা একাই নামব। নন্দীগ্রাম ও সিঙ্গুরের আন্দোলনের সময়ও কেন্দ্রের কাছে সাহায্য চেয়ে পাইনি।’
মমতা বলেন, ‘কেন্দ্রের সদিচ্ছা থাকলে মাওবাদী দমন হতো। কেন আজ এই রাজ্যে প্রতিদিন খুন হবে? এর কৈফিয়ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে দিতে হবে।’
মমতা আরও বলেন, ‘জঙ্গলমহলে যৌথ বাহিনীর অভিযান সম্পূর্ণ ব্যর্থ। আমরা জঙ্গলমহলে যাব। জঙ্গলমহলের মাটি মাওবাদীদের কাছ থেকে উদ্ধার করে ফিরিয়ে দেব আদিবাসীদের হাতে। মাওবাদীদের আমরা রুখবই।’
হুমকির সুরে মমতা বলেন, কেন্দ্র মাওবাদী দমনে কোনো সদর্থক ভূমিকা নেয়নি। বরং মাওবাদী দমনের নামে রাজ্যের সিপিএম সরকারকে অক্সিজেন দিয়ে মদদ দিচ্ছে। কেন্দ্র যতই মদদ দিক না কেন, পশ্চিমবঙ্গের রাজ্যপাট থেকে সরিয়ে দেওয়া হবে মাওবাদীদের।
তিনি মাওবাদীদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, ‘বুকের পাটা থাকলে খুন করুক না তৃণমূল কর্মীদের।’ মমতা ইউপিএ সরকারকে উদ্দেশ করে বলেন, ‘কেন্দ্র পশ্চিমবঙ্গে সন্ত্রাস দমনে আন্তরিক নয়। বারবার বিষয়টি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে জানালেও তাঁদের সাহায্য মেলেনি। এতদিন ধৈর্য ধরেছি, আর নয়। কেন্দ্রের সাহায্য চাই না। এবার রাস্তায় আমরা একাই নামব। নন্দীগ্রাম ও সিঙ্গুরের আন্দোলনের সময়ও কেন্দ্রের কাছে সাহায্য চেয়ে পাইনি।’
মমতা বলেন, ‘কেন্দ্রের সদিচ্ছা থাকলে মাওবাদী দমন হতো। কেন আজ এই রাজ্যে প্রতিদিন খুন হবে? এর কৈফিয়ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে দিতে হবে।’
মমতা আরও বলেন, ‘জঙ্গলমহলে যৌথ বাহিনীর অভিযান সম্পূর্ণ ব্যর্থ। আমরা জঙ্গলমহলে যাব। জঙ্গলমহলের মাটি মাওবাদীদের কাছ থেকে উদ্ধার করে ফিরিয়ে দেব আদিবাসীদের হাতে। মাওবাদীদের আমরা রুখবই।’
No comments