মাঠের মুখ
খেলা শুরু হতে তখনো ঘণ্টাখানেক বাকি। হন্তদন্ত হয়ে মাঠে ঢুকছিলেন গলায় মাফলার জড়ানো তরুণ। হাতে গ্যালারির টিকিট। ‘ভাই, একটু কথা ছিল...’, পরিচয় দিতেই উগরে দিলেন যত ক্ষোভ, ‘ কালোবাজারে ৫০ টাকার টিকিট ১০০ টাকা দিয়ে কিনলাম! অথচ খেলা দেখার জন্য আমার বাজেটই ছিল ১০০ টাকা...।’
বোঝা গেল টিকিটের দাম নিয়ে যে বিভ্রান্তিটা কাল স্টেডিয়ামজুড়ে ছড়িয়ে পড়েছিল, মোহাম্মদ বুলবুল হোসেনও তার শিকার। গ্যালারিতে বসে খেলা দেখতে মাঠে এলেন এই প্রথম। আর প্রথম বারেই কি না এমন তিক্ত অভিজ্ঞতা!
বাড়ি চাঁদপুর। পড়েন চাঁদপুর সরকারি কলেজে। ঢাকায় বোনের বাসায় বেড়াতে এসে ইচ্ছে হলো, খেলা দেখবেন। আর খেলাই যখন দেখবেন, ভারতের খেলাই কেন নয়! ভারত তাঁর প্রিয় দল, বীরেন্দর শেবাগ প্রিয় ব্যাটসম্যান। তখনো বুলবুল জানেন না, ভারতকে দেখার ইচ্ছা পূরণ হলেও শেবাগকে দেখা হচ্ছে না। গ্যালারির দিকে প্রায় ছুটে ছুটে যেতে বললেন, ‘ক্রিকেট খেলা আমার ভালো লাগে। ভারতের খেলা আরও বেশি ভালো লাগে। জীবনে কোনো দিন মাঠে বসে খেলা দেখিনি। ভারত জিতলে খুব খুশি হব।’
খেলা দেখতে এসে ‘মাঠের মুখ’ হয়ে যেতে হচ্ছে বলে প্রথমে কিছুটা বিব্রত দেখাল বুলবুল হোসেনকে, ‘ভাই, কী লিখবেন আসলে আমাকে নিয়ে?’ যখন জানলেন, চাঁদপুর থেকে খেলা দেখতে আসাটাই তো একটা খবর, অস্বস্তি ঝেড়ে ফেলে দারুণ স্মার্ট এই ভারতীয় সমর্থক। ছবি তুলতে গেলে গলার মাফলার খুলে দাঁড়িয়ে পড়লেন মোবাইলের ক্যামেরার সামনে, ‘এটা থাকলে তো ছবি ভালো আসবে না। জীবনে প্রথম মাঠে এসেছি, একটা ভালো স্মৃতি থাকুক।’
বোঝা গেল টিকিটের দাম নিয়ে যে বিভ্রান্তিটা কাল স্টেডিয়ামজুড়ে ছড়িয়ে পড়েছিল, মোহাম্মদ বুলবুল হোসেনও তার শিকার। গ্যালারিতে বসে খেলা দেখতে মাঠে এলেন এই প্রথম। আর প্রথম বারেই কি না এমন তিক্ত অভিজ্ঞতা!
বাড়ি চাঁদপুর। পড়েন চাঁদপুর সরকারি কলেজে। ঢাকায় বোনের বাসায় বেড়াতে এসে ইচ্ছে হলো, খেলা দেখবেন। আর খেলাই যখন দেখবেন, ভারতের খেলাই কেন নয়! ভারত তাঁর প্রিয় দল, বীরেন্দর শেবাগ প্রিয় ব্যাটসম্যান। তখনো বুলবুল জানেন না, ভারতকে দেখার ইচ্ছা পূরণ হলেও শেবাগকে দেখা হচ্ছে না। গ্যালারির দিকে প্রায় ছুটে ছুটে যেতে বললেন, ‘ক্রিকেট খেলা আমার ভালো লাগে। ভারতের খেলা আরও বেশি ভালো লাগে। জীবনে কোনো দিন মাঠে বসে খেলা দেখিনি। ভারত জিতলে খুব খুশি হব।’
খেলা দেখতে এসে ‘মাঠের মুখ’ হয়ে যেতে হচ্ছে বলে প্রথমে কিছুটা বিব্রত দেখাল বুলবুল হোসেনকে, ‘ভাই, কী লিখবেন আসলে আমাকে নিয়ে?’ যখন জানলেন, চাঁদপুর থেকে খেলা দেখতে আসাটাই তো একটা খবর, অস্বস্তি ঝেড়ে ফেলে দারুণ স্মার্ট এই ভারতীয় সমর্থক। ছবি তুলতে গেলে গলার মাফলার খুলে দাঁড়িয়ে পড়লেন মোবাইলের ক্যামেরার সামনে, ‘এটা থাকলে তো ছবি ভালো আসবে না। জীবনে প্রথম মাঠে এসেছি, একটা ভালো স্মৃতি থাকুক।’
No comments