ইরানে ৩০ জন নারী গ্রেপ্তার
ইরানের রাজধানী তেহরানে গত শনিবার সরকারবিরোধী এক বিক্ষোভের প্রস্তুতিকালে ৩০ জন নারীকে গ্রেপ্তার করা হয়েছে। বিরোধী পক্ষের একটি ওয়েবসাইটে গতকাল রোববার এ দাবি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, গত বছর নির্বাচন-পরবর্তী বিক্ষোভের পর থেকে তাঁদের সন্তানেরা নিখোঁজ রয়েছে। তাদের হত্যা করা হয়েছে বলে মায়েদের আশঙ্কা।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওয়েবসাইটটি জানায়, শনিবার স্থানীয় সময় বিকেল চারটায় তেহরানের লালেহ পার্কে জড়ো হয়েছিলেন প্রায় ৭০ জন মা। এ সময় সেখানে শতাধিক পুলিশ অবস্থান নেয়। তারা মায়েদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। এঁদের অনেকে পালিয়ে যেতে সক্ষম হলেও প্রায় ৩০ জন পুলিশের হাতে ধরা পড়েন।
২০০৯ সালের জুনে অনুষ্ঠিত নির্বাচনে প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ পুনর্নির্বাচিত হন। এ নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগ আনে বিরোধীরা। এ অভিযোগে নির্বাচন-পরবর্তী সময়ে বিক্ষোভে ফেটে পড়ে তেহরান। রক্তাক্ত ওই বিক্ষোভের পর থেকেই ওই নারীদের সন্তানেরা নিখোঁজ রয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওয়েবসাইটটি জানায়, শনিবার স্থানীয় সময় বিকেল চারটায় তেহরানের লালেহ পার্কে জড়ো হয়েছিলেন প্রায় ৭০ জন মা। এ সময় সেখানে শতাধিক পুলিশ অবস্থান নেয়। তারা মায়েদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। এঁদের অনেকে পালিয়ে যেতে সক্ষম হলেও প্রায় ৩০ জন পুলিশের হাতে ধরা পড়েন।
২০০৯ সালের জুনে অনুষ্ঠিত নির্বাচনে প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ পুনর্নির্বাচিত হন। এ নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগ আনে বিরোধীরা। এ অভিযোগে নির্বাচন-পরবর্তী সময়ে বিক্ষোভে ফেটে পড়ে তেহরান। রক্তাক্ত ওই বিক্ষোভের পর থেকেই ওই নারীদের সন্তানেরা নিখোঁজ রয়েছে।
No comments