ভারতের বোলিং উপদেষ্টা সিমন্স
ভারতীয় দলের কোচিং স্টাফে যুক্ত হচ্ছেন আরও একজন প্রোটিয়া। অ্যালান ডোনাল্ডের নামটাই বেশি শোনা যাচ্ছিল, শেষ পর্যন্ত ভারতের বোলিং উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন এরিক সিমন্স। ত্রিদেশীয় সিরিজ শেষে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজের আগেই দলের সঙ্গে যোগ দেবেন সিমন্স।
ত্রিদেশীয় সিরিজ খেলতে ঢাকায় আসার আগে ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি একজন বোলিং কোচের প্রয়োজনীয়তার কথা বলেছিলেন। শোনা যাচ্ছে ভারতের মূল কোচ গ্যারি কারস্টেনের পরামর্শেই সিমন্সকে দায়িত্ব দেওয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকায় দ্বিতীয় আইপিএলে সংক্ষিপ্ত সময়ের জন্য রয়্যাল চ্যালেঞ্জার্সের দায়িত্বে ছিলেন, তা ছাড়া বোলিং কোচ হিসেবে সিমন্সের তেমন কোনো অভিজ্ঞতা নেই। ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত অবশ্য ছিলেন দক্ষিণ আফ্রিকার মূল কোচ। কারস্টেন সেই সময় সিমন্সের অধীনে খেলেছেন। ৪৭ বছর বয়সী সিমন্স ২৩টি ওয়ানডে খেললেও কোনো টেস্ট খেলতে পারেননি।
ত্রিদেশীয় সিরিজ খেলতে ঢাকায় আসার আগে ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি একজন বোলিং কোচের প্রয়োজনীয়তার কথা বলেছিলেন। শোনা যাচ্ছে ভারতের মূল কোচ গ্যারি কারস্টেনের পরামর্শেই সিমন্সকে দায়িত্ব দেওয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকায় দ্বিতীয় আইপিএলে সংক্ষিপ্ত সময়ের জন্য রয়্যাল চ্যালেঞ্জার্সের দায়িত্বে ছিলেন, তা ছাড়া বোলিং কোচ হিসেবে সিমন্সের তেমন কোনো অভিজ্ঞতা নেই। ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত অবশ্য ছিলেন দক্ষিণ আফ্রিকার মূল কোচ। কারস্টেন সেই সময় সিমন্সের অধীনে খেলেছেন। ৪৭ বছর বয়সী সিমন্স ২৩টি ওয়ানডে খেললেও কোনো টেস্ট খেলতে পারেননি।
No comments