এক দিন পরই বাদ তাহির!
ক্যারিয়ারে এখনো পর্যন্ত যেসব দলে খেলেছেন, তার কয়েকটি ইস্টার্ন প্রভিন্স, হ্যাম্পশায়ার, লাহোর, মিডলসেক্স, পাকিস্তান ‘এ’, স্টাফোর্ডশায়ার, টাইটানস, রেডকো পাকিস্তান লিমিটেড, ইয়র্কশায়ার। দলগুলোর কোনোটি পাকিস্তানের, কোনোটি ইংল্যান্ডের, কোনোটি আবার দক্ষিণ আফ্রিকার। ইমরান তাহির আসলে কোন দেশের? ধন্ধে না পড়ে উপায় আছে!
তাহিরের জন্ম লাহোরে, ক্যারিয়ারের বেশির ভাগ সময় খেলেছেন ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে। আর সুযোগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার জাতীয় দলে। পেয়েছেন না বলে বলা ভালো পেয়েছিলেন। কারণ টেস্ট দলে ডাক পাওয়ার এক দিন পরই দল থেকে প্রত্যাহার করা হয়েছে এই লেগ স্পিনারের নাম। দক্ষিণ আফ্রিকার এক মেয়েকে বিয়ে করার সুবাদে তাহির দক্ষিণ আফ্রিকার পক্ষে খেলার যোগ্যতা অর্জন করেন গত বছরের ১ এপ্রিল। তবে নাগরিকত্বের কাগজপত্রগুলো এখনো পুরোপুরি প্রস্তুত না হওয়ায় দল থেকে নাম কাটা গেছে তাহিরের। টেস্ট খেলার স্বপ্নপূরণের জন্য তাই আরও কিছুদিন অপেক্ষা করতে হবে তাঁকে।
১০২টি প্রথম শ্রেণীর ম্যাচে তাহিরের উইকেট ৪২৬টি। দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড সিরিজের চতুর্থ ও শেষ টেস্টটি শুরু হচ্ছে ১৪ জানুয়ারি।
তাহিরের জন্ম লাহোরে, ক্যারিয়ারের বেশির ভাগ সময় খেলেছেন ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে। আর সুযোগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার জাতীয় দলে। পেয়েছেন না বলে বলা ভালো পেয়েছিলেন। কারণ টেস্ট দলে ডাক পাওয়ার এক দিন পরই দল থেকে প্রত্যাহার করা হয়েছে এই লেগ স্পিনারের নাম। দক্ষিণ আফ্রিকার এক মেয়েকে বিয়ে করার সুবাদে তাহির দক্ষিণ আফ্রিকার পক্ষে খেলার যোগ্যতা অর্জন করেন গত বছরের ১ এপ্রিল। তবে নাগরিকত্বের কাগজপত্রগুলো এখনো পুরোপুরি প্রস্তুত না হওয়ায় দল থেকে নাম কাটা গেছে তাহিরের। টেস্ট খেলার স্বপ্নপূরণের জন্য তাই আরও কিছুদিন অপেক্ষা করতে হবে তাঁকে।
১০২টি প্রথম শ্রেণীর ম্যাচে তাহিরের উইকেট ৪২৬টি। দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড সিরিজের চতুর্থ ও শেষ টেস্টটি শুরু হচ্ছে ১৪ জানুয়ারি।
No comments