অডিওবার্তায় ইউরোপের প্রতি বিন লাদেন আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নিন
আফগানিস্তান থেকে ইউরোপীয় সেনা সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন আল-কায়েদার প্রধান ওসামা বিন লাদেন। তিনি আরও বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর একটি অযৌক্তিক লড়াইয়ে ইউরোপীয়রা অর্থ ও প্রাণ খোয়াচ্ছে। তাদের উচিত শিগগির মার্কিনদের সহযোগিতা দেওয়া বন্ধ করা।
শুক্রবার প্রচারিত এক অডিও টেপে বিন লাদেন ওই আহ্বান জানান। ওই বার্তাটি জঙ্গি সংগঠনটির একটি ওয়েবসাইটে প্রচার করা হয়েছে। এতে ইংরেজি ও জার্মান ভাষায় সাবটাইটেল এবং ব্যাকগ্রাউন্ডে লাদেনের ছবি রয়েছে। ‘এ মেসেজ টু দ্য পিপল অব ইউরোপ’ শিরোনামের ওই বার্তায় লাদেন আরও বলেন, ‘আমরা কোনো অযৌক্তিক দাবি জানাচ্ছি না। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার ও অন্যায় যুদ্ধ বন্ধের আহ্বান জানাচ্ছি। কারণ সেখানে অহেতুক গণহত্যা চালানো হচ্ছে। ন্যাটোর ছত্রছায়ায় ইউরোপের সরকার ও সেনারা আফগানিস্তানে ওই অন্যায় করছে।’ আল-কায়েদার গণমাধ্যম শাখা আস-শাহাবের প্রচার করা চার মিনিটের ওই অডিওবার্তায় আল-কায়েদার প্রধান আরও বলেন, ‘আশা করি, কোনো বুদ্ধিমান ব্যক্তিই ওয়াশিংটন গংয়ের জন্য তাঁর সন্তান ও অর্থ নষ্ট করবেন না।’ আফগানিস্তান ও পাকিস্তানে মার্কিন হামলায় বেসামরিক মানুষ হতাহত হওয়ার বিষয়ে ইঙ্গিত করে লাদেন বলেন, ‘যাদের নেতারা মানুষের খুন ঝরাতে দ্বিধা করে না, অহেতুক ও উদ্দেশ্যমূলকভাবে আফগানিস্তানের গ্রামগুলোতে বোমা ফেলে নিরীহ লোকদের হত্যা করতে যারা কুণ্ঠিত হয় না, তাদের মিত্র হওয়া সত্যিই লজ্জাকর। আপনারা আফগানিস্তানের উত্তরাঞ্চলে আপনাদের মার্কিন মিত্রের গণহত্যা পর্যবেক্ষণ করলে মাদ্রিদ ও লন্ডনের রক্তাক্ত হামলার মর্মার্থ বুঝতে পারবেন।
শুক্রবার প্রচারিত এক অডিও টেপে বিন লাদেন ওই আহ্বান জানান। ওই বার্তাটি জঙ্গি সংগঠনটির একটি ওয়েবসাইটে প্রচার করা হয়েছে। এতে ইংরেজি ও জার্মান ভাষায় সাবটাইটেল এবং ব্যাকগ্রাউন্ডে লাদেনের ছবি রয়েছে। ‘এ মেসেজ টু দ্য পিপল অব ইউরোপ’ শিরোনামের ওই বার্তায় লাদেন আরও বলেন, ‘আমরা কোনো অযৌক্তিক দাবি জানাচ্ছি না। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার ও অন্যায় যুদ্ধ বন্ধের আহ্বান জানাচ্ছি। কারণ সেখানে অহেতুক গণহত্যা চালানো হচ্ছে। ন্যাটোর ছত্রছায়ায় ইউরোপের সরকার ও সেনারা আফগানিস্তানে ওই অন্যায় করছে।’ আল-কায়েদার গণমাধ্যম শাখা আস-শাহাবের প্রচার করা চার মিনিটের ওই অডিওবার্তায় আল-কায়েদার প্রধান আরও বলেন, ‘আশা করি, কোনো বুদ্ধিমান ব্যক্তিই ওয়াশিংটন গংয়ের জন্য তাঁর সন্তান ও অর্থ নষ্ট করবেন না।’ আফগানিস্তান ও পাকিস্তানে মার্কিন হামলায় বেসামরিক মানুষ হতাহত হওয়ার বিষয়ে ইঙ্গিত করে লাদেন বলেন, ‘যাদের নেতারা মানুষের খুন ঝরাতে দ্বিধা করে না, অহেতুক ও উদ্দেশ্যমূলকভাবে আফগানিস্তানের গ্রামগুলোতে বোমা ফেলে নিরীহ লোকদের হত্যা করতে যারা কুণ্ঠিত হয় না, তাদের মিত্র হওয়া সত্যিই লজ্জাকর। আপনারা আফগানিস্তানের উত্তরাঞ্চলে আপনাদের মার্কিন মিত্রের গণহত্যা পর্যবেক্ষণ করলে মাদ্রিদ ও লন্ডনের রক্তাক্ত হামলার মর্মার্থ বুঝতে পারবেন।
No comments