পাকিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ১৫
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে গতকালশনিবার দুটি আত্মঘাতী হামলায় ১৫ জন নিহত হয়েছে। উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে একটি আত্মঘাতী গাড়িবোমা হামলায় ১০ জন নিহত হয়। পুলিশ কর্মকর্তারা জানান, শহরের সেনানিবাসের কাছে মল রোডে এ হামলা হয়েছে। হামলায় আহতের সংখ্যা কমপক্ষে ২৫ জন। হতাহতের খবর নিশ্চিত করে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা আবদুল গফুর আফ্রিদি জানান, তাঁরা এখনো নিশ্চিত নন, এটি একটি গাড়িবোমা ছিল কি না। পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে দুটি ব্যাংক, দোকানপাট ও তত্সংলগ্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে একই দিন পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় বান্নু শহরের কাছে আত্মঘাতী হামলায় পাঁচজন নিহত এবং ৫০ জনের বেশি আহত হয়। উত্তর ওয়াজিরিস্তানে চালকবিহীন মার্কিন বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলায় ১২ জন জঙ্গি নিহত হওয়ার একদিন পরই ওই আত্মঘাতী হামলা চালানো হয়। হামলায় ঘটনাস্থলের আশপাশের কয়েকটি দোকান ও বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালিবান ওই হামলার দায়িত্ব স্বীকার করেছে।
এর আগে একই দিন পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় বান্নু শহরের কাছে আত্মঘাতী হামলায় পাঁচজন নিহত এবং ৫০ জনের বেশি আহত হয়। উত্তর ওয়াজিরিস্তানে চালকবিহীন মার্কিন বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলায় ১২ জন জঙ্গি নিহত হওয়ার একদিন পরই ওই আত্মঘাতী হামলা চালানো হয়। হামলায় ঘটনাস্থলের আশপাশের কয়েকটি দোকান ও বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালিবান ওই হামলার দায়িত্ব স্বীকার করেছে।
No comments