এডিসন গ্রুপ নতুন মোবাইল হ্যান্ডসেট নিয়ে এল বাজারে
এডিসন গ্রুপ ‘সিম্ফনি এক্স ১০০’ নামে নতুন একটি মোবাইল হ্যান্ডসেট নিয়ে এসেছে দেশের বাজারে। এটির দাম ধরা হয়েছে পাঁচ হাজার ২৯০ টাকা।
সম্প্রতি সেটটির বাজারজাত কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ অনুষ্ঠানে এডিসন গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুর রশিদ, সিএফও জাকারিয়া শহীদ, পরিচালক রেজওয়ানুল হক, সিএমও আহমেদ পাশা এবং বিপণন ব্যবস্থাপক মুনিম মো. ইশতিয়াক উপস্থিত ছিলেন।
বাংলাদেশে ২০০৮ সাল থেকে সিম্ফনি মোবাইল হ্যান্ডসেট বাজারজাত করা হচ্ছে।
অনুষ্ঠানে জানানো হয়, এই হ্যান্ডসেটের সঙ্গে ফেইসবুক, এমএসএন, অপেরা মিনির মতো ইন্টারনেট কার্যাবলিও সংযুক্ত রয়েছে। এই ফোনের কিবোর্ডে প্রত্যেকটি অক্ষরের জন্য আলাদা ‘কি’ নির্দিষ্ট করা আছে। এতে ব্যবহারকারীরা একই সঙ্গে দুটি আলাদা সিম ব্যবহার করতে পারবে।
সম্প্রতি সেটটির বাজারজাত কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ অনুষ্ঠানে এডিসন গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুর রশিদ, সিএফও জাকারিয়া শহীদ, পরিচালক রেজওয়ানুল হক, সিএমও আহমেদ পাশা এবং বিপণন ব্যবস্থাপক মুনিম মো. ইশতিয়াক উপস্থিত ছিলেন।
বাংলাদেশে ২০০৮ সাল থেকে সিম্ফনি মোবাইল হ্যান্ডসেট বাজারজাত করা হচ্ছে।
অনুষ্ঠানে জানানো হয়, এই হ্যান্ডসেটের সঙ্গে ফেইসবুক, এমএসএন, অপেরা মিনির মতো ইন্টারনেট কার্যাবলিও সংযুক্ত রয়েছে। এই ফোনের কিবোর্ডে প্রত্যেকটি অক্ষরের জন্য আলাদা ‘কি’ নির্দিষ্ট করা আছে। এতে ব্যবহারকারীরা একই সঙ্গে দুটি আলাদা সিম ব্যবহার করতে পারবে।
No comments