টিম ম্যানেজমেন্টে আর পরিবর্তন চান না সিডন্স
ম ম্যানেজমেন্টে পরিবর্তন আসলে সেটা ক্রিকেটের স্বার্থেই আসবে—জাতীয় দলের কোচ জেমি সিডন্সকে কাল এই বার্তা দিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস প্রধান এনায়েত হোসেন। সিডন্সও জানিয়ে দিয়েছেন নিজের কথা—২০১১ বিশ্বকাপের আগে টিম ম্যানেজমেন্টে আরও কোনো পরিবর্তন চান না তিনি।
‘কোচকে বলা হয়েছে টিম ম্যানেজমেন্টে কোনো পরিবর্তন হলে সেটা ক্রিকেটের ভালোর জন্যই হবে। সিডন্সও ব্যাপারটা বুঝতে পেরেছেন’—সিডন্সের সঙ্গে আলোচনা শেষে বলেছেন ক্রিকেট অপারেশনস প্রধান। তবে বিসিবি সূত্রে জানা গেছে, ২০১১ বিশ্বকাপ পর্যন্ত টিম ম্যানেজমেন্টে আর কোনো পরিবর্তন না আনার অনুরোধ জানিয়েছেন সিডন্সও।
আলোচনায় আসন্ন বাংলাদেশ সফরে প্রথম টেস্টের ভেন্যু চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামেই ইংল্যান্ডের তিন দিনের প্রস্তুতি ম্যাচটি রাখা নিয়ে আপত্তি তুলেছেন কোচ। এনায়েত হোসেন জানিয়েছেন, সিডন্সের দাবির পরিপ্রেক্ষিতে প্রস্তুতি ম্যাচটি সরিয়ে এম এ আজিজ স্টেডিয়ামে সরিয়ে নেওয়ার চিন্তাভাবনা হচ্ছে।
‘কোচকে বলা হয়েছে টিম ম্যানেজমেন্টে কোনো পরিবর্তন হলে সেটা ক্রিকেটের ভালোর জন্যই হবে। সিডন্সও ব্যাপারটা বুঝতে পেরেছেন’—সিডন্সের সঙ্গে আলোচনা শেষে বলেছেন ক্রিকেট অপারেশনস প্রধান। তবে বিসিবি সূত্রে জানা গেছে, ২০১১ বিশ্বকাপ পর্যন্ত টিম ম্যানেজমেন্টে আর কোনো পরিবর্তন না আনার অনুরোধ জানিয়েছেন সিডন্সও।
আলোচনায় আসন্ন বাংলাদেশ সফরে প্রথম টেস্টের ভেন্যু চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামেই ইংল্যান্ডের তিন দিনের প্রস্তুতি ম্যাচটি রাখা নিয়ে আপত্তি তুলেছেন কোচ। এনায়েত হোসেন জানিয়েছেন, সিডন্সের দাবির পরিপ্রেক্ষিতে প্রস্তুতি ম্যাচটি সরিয়ে এম এ আজিজ স্টেডিয়ামে সরিয়ে নেওয়ার চিন্তাভাবনা হচ্ছে।
No comments