এটি ক্ষমার অযোগ্য পাপ: আল-ওয়েফাক
আল-ওয়েফাক জোটের কার্যালয় |
ইহুদিবাদী
ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইরায়েল কাৎজের সঙ্গে বাহরাইনের
পররাষ্ট্রমন্ত্রী শেখ খালিদ বিন আহমাদ আলে খলিফার বৈঠকের তীব্র নিন্দা
করেছে বাহরাইনের প্রধান বিরোধী জোট আল-ওয়েফাক। জোট এ বৈঠককে ‘অত্যন্ত
লজ্জাজনক ও ক্ষমার অযোগ্য পাপ’ বলে মন্তব্য করেছে।
আল-ওয়েফাক বলেছে, দখলদার ইসরাইলি মন্ত্রীর সঙ্গে পরাষ্ট্রমন্ত্রী বৈঠক করার পর এ সরকার ক্ষমতায় থাকার সমস্ত বৈধতা হারিয়েছে। গত শুক্রবার এক বিবৃতিতে আল-ওয়েফাক এসব কথা বলেছে। এতে বলা হয়- তেল আবিবের সঙ্গে মানামার সম্পর্ক দিন দিন ঘনিষ্ঠ হয়ে ওঠায় দেশের সম্মান বাড়ছে না।
কিছু গণমাধ্যম এবং রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠন এ বৈঠকের যে প্রশংসা করেছে তারও নিন্দা জানিয়েছে আল-ওয়েফাক।
আমেরিকা সফরের সময় গত বুধবার ইসরাইল ও বাহরাইনের মন্ত্রী বৈঠক করেন। তেল আবিব এবং মানামার মধ্যে এই প্রথম এমন প্রকাশ্য কোনো বৈঠক হলো। ইসরাইলি মন্ত্রী বৃহস্পতিবার এক টুইটার পোস্টে বৈঠকের খবর নিশ্চিত করেন।
আল-ওয়েফাক বলেছে, দখলদার ইসরাইলি মন্ত্রীর সঙ্গে পরাষ্ট্রমন্ত্রী বৈঠক করার পর এ সরকার ক্ষমতায় থাকার সমস্ত বৈধতা হারিয়েছে। গত শুক্রবার এক বিবৃতিতে আল-ওয়েফাক এসব কথা বলেছে। এতে বলা হয়- তেল আবিবের সঙ্গে মানামার সম্পর্ক দিন দিন ঘনিষ্ঠ হয়ে ওঠায় দেশের সম্মান বাড়ছে না।
কিছু গণমাধ্যম এবং রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠন এ বৈঠকের যে প্রশংসা করেছে তারও নিন্দা জানিয়েছে আল-ওয়েফাক।
আমেরিকা সফরের সময় গত বুধবার ইসরাইল ও বাহরাইনের মন্ত্রী বৈঠক করেন। তেল আবিব এবং মানামার মধ্যে এই প্রথম এমন প্রকাশ্য কোনো বৈঠক হলো। ইসরাইলি মন্ত্রী বৃহস্পতিবার এক টুইটার পোস্টে বৈঠকের খবর নিশ্চিত করেন।
ইসরায়েল কাৎজের সঙ্গে (বামে) শেখ খালিদ বিন আহমাদ আলে খলিফা |
No comments