মার্সিসাইড ডার্বি জিতল লিভারপুল
আরেকটা মার্সিসাইড ডার্বি জিতে নিল লিভারপুল। ক্যারল ও সুয়ারেজের গোলে ১০ জনের এভারটনকে ২-০ গোলে হারিয়েছে কেনি ডালগ্লিসের দল।
আগের ম্যাচে স্টোক সিটির সঙ্গে ড্র করা ম্যানচেস্টার ইউনাইটেড আবার জয়ের ধারায় ফিরেছে। কাল নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে স্যার অ্যালেক্স ফার্গুসনের দল নরউইচকে হারিয়েছে ২-০ গোলে। ম্যানচেস্টার শহরের আরেক ক্লাবও করেছে জয়োৎসব। ব্ল্যাকবার্ন রোভার্সের মাঠ থেকে ম্যান সিটি ফিরেছে ৪-০ গোলের জয় নিয়ে। জনসন, বালোতেল্লি, নাসরি ও স্যাভিচ করেছেন একটি করে গোল। ম্যানইউর গোল দুটি অ্যান্ডারসন ও ওয়েলবেকের।
এদিকে গোল না খেয়ে ‘১০০০’ মিনিটের মাইলফলক পেরিয়ে গেছেন ম্যানুয়েল নয়্যার। কালও বায়ার্ন মিউনিখের জালে বল ঢুকতে দেননি এই জার্মান গোলরক্ষক। তবে তাঁর দলের জন্য দিনটি ভালো যায়নি। হফেনহেইমের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে বায়ার্ন।
আগের ম্যাচে স্টোক সিটির সঙ্গে ড্র করা ম্যানচেস্টার ইউনাইটেড আবার জয়ের ধারায় ফিরেছে। কাল নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে স্যার অ্যালেক্স ফার্গুসনের দল নরউইচকে হারিয়েছে ২-০ গোলে। ম্যানচেস্টার শহরের আরেক ক্লাবও করেছে জয়োৎসব। ব্ল্যাকবার্ন রোভার্সের মাঠ থেকে ম্যান সিটি ফিরেছে ৪-০ গোলের জয় নিয়ে। জনসন, বালোতেল্লি, নাসরি ও স্যাভিচ করেছেন একটি করে গোল। ম্যানইউর গোল দুটি অ্যান্ডারসন ও ওয়েলবেকের।
এদিকে গোল না খেয়ে ‘১০০০’ মিনিটের মাইলফলক পেরিয়ে গেছেন ম্যানুয়েল নয়্যার। কালও বায়ার্ন মিউনিখের জালে বল ঢুকতে দেননি এই জার্মান গোলরক্ষক। তবে তাঁর দলের জন্য দিনটি ভালো যায়নি। হফেনহেইমের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে বায়ার্ন।
No comments