২০৫০ সালে দেশের লোকসংখ্যা বাড়বে চার কোটি ৪০ লাখ
২০৫০ সালে বাংলাদেশের জনসংখ্যা চার কোটি ৪০ লাখ বাড়বে। ২০২৫ সালে প্রতি পাঁচজনের মধ্যে একজন প্রবীণ হবে।
গতকাল রবিবার বিকেলে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় এ তথ্য জানানো হয়।
গতকাল রবিবার বিকেলে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় এ তথ্য জানানো হয়।
সভায় 'বাংলাদেশের প্রবীণ জনসংখ্যা এবং স্বাস্থ্য খাতে তার প্রভাব' শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষক ড. এম কবির। নারী সাংবাদিক কেন্দ্র এবং বাংলাদেশ উইম্যান হেলথ কোয়ালিশন যৌথভাবে 'মাদ্রিদ সম্মেলনের ১০ বছর : প্রবীণদের জন্য ক্রমবর্ধমান সুযোগ ও অন্তরায়' শীর্ষক আলোচনা সভার আয়োজন করে।
ড. এম কবির বলেন, প্রবীণদের জন্য রাষ্ট্রের কেবল স্বাস্থ্যনীতি নয়, সম্পূর্ণভাবে আলাদা নীতি থাকা উচিত। বর্তমানে প্রবীণদের যে স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে তা অপ্রতুল। তাই বার্ধক্য বিশেষজ্ঞ তৈরির জন্য চিকিৎসা বিজ্ঞানের পাঠ্যসূচিতে এ সম্পর্কিত বিষয়াবলি অন্তর্ভুক্ত করতে হবে এবং মেডিক্যাল কলেজের পাঠ্যসূচিতে প্রবীণ নাগরিকদের স্বাস্থ্যসেবা প্রসঙ্গে প্রশিক্ষণ দিতে হবে।
ড. এম কবির বলেন, প্রবীণদের জন্য রাষ্ট্রের কেবল স্বাস্থ্যনীতি নয়, সম্পূর্ণভাবে আলাদা নীতি থাকা উচিত। বর্তমানে প্রবীণদের যে স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে তা অপ্রতুল। তাই বার্ধক্য বিশেষজ্ঞ তৈরির জন্য চিকিৎসা বিজ্ঞানের পাঠ্যসূচিতে এ সম্পর্কিত বিষয়াবলি অন্তর্ভুক্ত করতে হবে এবং মেডিক্যাল কলেজের পাঠ্যসূচিতে প্রবীণ নাগরিকদের স্বাস্থ্যসেবা প্রসঙ্গে প্রশিক্ষণ দিতে হবে।
No comments