উন্নয়নের প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় উদ্বেগ
খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে মহাজোট সরকারের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন খুলনার নাগরিক নেতারা। তাঁরা বলেছেন, স্বাধীনতা-উত্তর এ অঞ্চলের উন্নয়নে কোনো সরকারই আন্তরিকতা দেখায়নি। দীর্ঘদিন ধরে পানি ব্যবস্থাপনা, যোগাযোগ, অর্থনীতি, শিল্প, স্বাস্থ্য খাতে বৈষম্যের কারণে এ অঞ্চল দিন দিন পিছিয়ে পড়ছে। গতকাল রবিবার সকালে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির উদ্যোগে নগরীর পিকচার প্যালেস মোড়ে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবস্থান ধর্মঘট পালনকালে বক্তারা এসব কথা বলেন।
কর্মসূচিতে বক্তারা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কপোতাক্ষ, বেতনাসহ সব নদী পরিকল্পিতভাবে খনন ও জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান, খুলনা রেলস্টেশনকে আধুনিকায়ন ও রেল সংখ্যা বৃদ্ধি, পাইপলাইনে গ্যাস সরবরাহ, শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগ ও মূল পরিকল্পনা অনুযায়ী পূর্ণাঙ্গভাবে চালু, খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ৫০০ বেড রাজস্ব খাতে অন্তর্ভুক্ত ও সেবার মান বৃদ্ধি, নিউজ প্রিন্ট মিলস, দাদা ম্যাচ ফ্যাক্টরিসহ সব বন্ধ কলকারখানা চালু, দ্রুত মাওয়ায় পদ্মা সেতু নির্মাণ এবং মংলা বন্দরের ক্যাপিটাল ড্রেজিংসহ অবকাঠামো উন্নয়নের দাবি জানান।
সংগঠনের সভাপতি এস এম দাউদ আলীর সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন সিটি মেয়র তালুকদার আবদুল খালেক, এম নুরুল ইসলাম, লিয়াকত আলী, অ্যাডভোকেট শফিকুল ইসলাম মনা, শেখ আবদুল কাইয়ুম, অ্যাডভোকেট ফিরোজ আহমেদ, রফিকুল ইসলাম খোকন, ড. নুরুল ইসলাম, আলহাজ লোকমান হাকিম প্রমুখ।
সংগঠনের সভাপতি এস এম দাউদ আলীর সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন সিটি মেয়র তালুকদার আবদুল খালেক, এম নুরুল ইসলাম, লিয়াকত আলী, অ্যাডভোকেট শফিকুল ইসলাম মনা, শেখ আবদুল কাইয়ুম, অ্যাডভোকেট ফিরোজ আহমেদ, রফিকুল ইসলাম খোকন, ড. নুরুল ইসলাম, আলহাজ লোকমান হাকিম প্রমুখ।
No comments