আরটিভিতে শারদীয় উৎসব
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আরটিভি প্রচার করবে তিন দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান। ৪ অক্টোবর মহা অষ্টমীর দিন সকাল ১০টা ১০ মিনিটে নারায়ণগঞ্জ থেকে কুমারী পূজা সরাসরি সম্প্রচার করা হবে। দুপুর ১২টা ৩৫ মিনিটে রয়েছে ছায়াছবি 'বিরহ ব্যথা', বিকেল ৫টায় রয়েছে পূজার বিশেষ সিনেমা আর গান, ৬টায় সংগীতানুষ্ঠান 'বর্ণে বর্ণে রচিত', রাত ১১টা ৩০ মিনিটে রাধাকৃষ্ণের লীলা কীর্তন নিয়ে লাইভ অনুষ্ঠান 'লীলা মাধুরী'।
এতে কীর্তন পরিবেশন করবেন দুলাল চন্দ্র চক্রবর্তী ও তাঁর দল। ৫ অক্টোবর মহা নবমীর দিন দুপুর ১২টা ৩৫ মিনিটে রয়েছে ছায়াছবি 'রাজলক্ষ্মী শ্রীকান্ত', রাত ৯টা ৫০ মিনিটে সংগীতানুষ্ঠান 'মা মাটি দেশ', রাত ১১টা ৩০ মিনিটে লাইভ স্টুডিও কনসার্টর্। এতে গান পরিবেশন করবেন চন্দনা মজুমদার। ৬ অক্টোবর বিজয়া দশমীর দিন দুপুর ১২টা ৩৫ মিনিটে রয়েছে ছায়াছবি 'বিরাজ বউ', ৫টা ৩০ মিনিটে 'আনন্দময়ী উমা', রাত ৯টা ৫০ মিনিটে সংগীতানুষ্ঠান 'পূজার গান', রাত ১১টা ৩০ মিনিটে লাইভ স্টুডিও কনসার্ট। এতে গান পরিবেশন করবেন শফি মণ্ডল ও আরিফ বাউল।
No comments