গরিবের ন্যায্য বিচার নিশ্চিত করতে হবে
প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেন বলেছেন, গরিব ও সাধারণ মানুষ যেন ন্যায্য বিচার পায় এজন্য বিচারক ও আইনজীবীদের আরো যত্নবান হতে হবে। মামলার জট দূর করার জন্য উভয়পক্ষকেই আরো আন্তরিক হতে হবে। গতকাল রবিবার বিকেলে যশোর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আইনজীবীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সমিতির সভাপতি অ্যাডভোকেট শরীফ আবদুর রাকিবের সভাপতিত্বে আরো বক্তব্য দেন জেলা ও দায়রা জজ আজিজুল ইসলাম, আইনজীবী সমিতির সাবেক সভাপতি কেরামত আলী, কাজী আবদুস শহীদ লাল, নজরুল ইসলাম, কাজী তৌহিদুর রহমান, মোহাম্মদ ইসহাক, সালাউদ্দিন স্বপন, ইশমত হাসার, মাহবুব আলম বাচ্চু, এ জেড এম ফিরোজ, আবদুল গফুর প্রমুখ।
প্রধান বিচারপতি বলেন, লোকবল সংকটের কারণে মামলা নিষ্পত্তিতে সমস্যা হচ্ছে। ১২০ জন সহকারী জেলা জজ নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এ নিয়োগ সম্পন্ন হলে সংকট অনেকটা দূর হবে। স্বাধীন বিচার বিভাগের সুফল সবার কাছে পেঁৗছে দেওয়ার জন্য তিনি বিচারক ও আইনজীবীদের প্রতি আহ্বান জানান।
প্রধান বিচারপতি বলেন, লোকবল সংকটের কারণে মামলা নিষ্পত্তিতে সমস্যা হচ্ছে। ১২০ জন সহকারী জেলা জজ নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এ নিয়োগ সম্পন্ন হলে সংকট অনেকটা দূর হবে। স্বাধীন বিচার বিভাগের সুফল সবার কাছে পেঁৗছে দেওয়ার জন্য তিনি বিচারক ও আইনজীবীদের প্রতি আহ্বান জানান।
No comments