নেইমারকে ফুঁসলানো থেকে সাবধান!
ইউরোপের যে ক্লাবগুলো নেইমারকে ফুঁসলে নিতে চায়, তাদের এখনই সাবধান হওয়া উচিত! নয়তো দাঁড়াতে হতে পারে ফিফার কাঠগড়ায়। নেইমারের ক্লাব সান্তোস হুমকি দিয়েছে, ইউরোপের কোনো ক্লাব যদি নেইমার বা তাদের অন্য কোনো খেলোয়াড়ের সঙ্গে বেআইনিভাবে যোগাযোগের চেষ্টা করে তাহলে ফিফার কাছে নালিশ করা হবে। ব্রাজিলিয়ান ক্লাবটির ফুটবল পরিচালক পেদ্রো লুইস নুনেস এই হুমকি দিয়েছেন।
এ মৌসুমে ক্লাব এবং ব্রাজিল জাতীয় দলের হয়ে ১৯ বছর বয়সী স্ট্রাইকার মাঠে আলো ছড়াচ্ছেন। কোপা আমেরিকার জন্য প্রস্তুতি নিতে থাকা নেইমারের মান এবং পারফরম্যান্সে ইউরোপিয়ান ক্লাবগুলো মুগ্ধ। তাঁকে দলে পেতে চেলসি ও রিয়াল মাদ্রিদ রীতিমতো প্রতিযোগিতায় নেমেছে। বড় অঙ্কের টাকার লোভ ঝোলানো হয়েছে নেইমার ও সান্তোসের সামনে।
কিন্তু টাকার লোভে বিচলিত হচ্ছে না সান্তোস। ১৯৬৩ সালের পর প্রথমবারের মতো কোপা লিবার্তাদোরেসের শিরোপা জয়ের নেশায় বুঁদ সান্তোস। ক্লাবটির এক কর্মকর্তা তাই বলছেন, ‘এটা পরিষ্কার করা দরকার, কোনো ক্লাব এবং নেইমারের সঙ্গে কোনো চুক্তি হয়নি। কোনো ক্লাবের পক্ষ থেকেই তার জন্য সুনির্দিষ্ট প্রস্তাব আসেনি। যা শোনা যাচ্ছে, তা শুধু গুঞ্জন।’
সান্তোসের ওই কর্মকর্তা বলেছেন, ‘কেবল খেলোয়াড়ের প্রতিনিধির সঙ্গে কথা বলাই ইউরোপিয়ান ক্লাবগুলোর অভ্যাস। যদি একটি ক্লাব সান্তোসের সঙ্গে না বলে সরাসরি নেইমারের এজেন্টের সঙ্গে কথা বলে, তাহলে হয়তো আমরা ফিফার কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করব।’
এ মৌসুমে ক্লাব এবং ব্রাজিল জাতীয় দলের হয়ে ১৯ বছর বয়সী স্ট্রাইকার মাঠে আলো ছড়াচ্ছেন। কোপা আমেরিকার জন্য প্রস্তুতি নিতে থাকা নেইমারের মান এবং পারফরম্যান্সে ইউরোপিয়ান ক্লাবগুলো মুগ্ধ। তাঁকে দলে পেতে চেলসি ও রিয়াল মাদ্রিদ রীতিমতো প্রতিযোগিতায় নেমেছে। বড় অঙ্কের টাকার লোভ ঝোলানো হয়েছে নেইমার ও সান্তোসের সামনে।
কিন্তু টাকার লোভে বিচলিত হচ্ছে না সান্তোস। ১৯৬৩ সালের পর প্রথমবারের মতো কোপা লিবার্তাদোরেসের শিরোপা জয়ের নেশায় বুঁদ সান্তোস। ক্লাবটির এক কর্মকর্তা তাই বলছেন, ‘এটা পরিষ্কার করা দরকার, কোনো ক্লাব এবং নেইমারের সঙ্গে কোনো চুক্তি হয়নি। কোনো ক্লাবের পক্ষ থেকেই তার জন্য সুনির্দিষ্ট প্রস্তাব আসেনি। যা শোনা যাচ্ছে, তা শুধু গুঞ্জন।’
সান্তোসের ওই কর্মকর্তা বলেছেন, ‘কেবল খেলোয়াড়ের প্রতিনিধির সঙ্গে কথা বলাই ইউরোপিয়ান ক্লাবগুলোর অভ্যাস। যদি একটি ক্লাব সান্তোসের সঙ্গে না বলে সরাসরি নেইমারের এজেন্টের সঙ্গে কথা বলে, তাহলে হয়তো আমরা ফিফার কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করব।’
No comments