আফগানিস্তানে পৃথক ঘটনায় আট বিদেশি সেনা মারা গেছে
আফগানিস্তানে গত শনিবার পৃথক কয়েকটি ঘটনায় আট বিদেশি সেনা মারা গেছেন। ন্যাটোর নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা-সহায়তা বাহিনী (আইএএসএফ) গতকাল রোববার এ কথা জানিয়েছে।
আইএএসএফ জানায়, আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে চার বিদেশি সেনা মারা গেছে। ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় এই চার সেনার মৃত্যু হয়েছে। এ ছাড়া পৃথক দুটি বিদ্রোহী হামলায় আরও চার বিদেশি সেনা নিহত হয়েছেন। তাঁদের মধ্যে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে তিনজন ও পূর্বাঞ্চলে একজন নিহত হয়েছেন। তবে এসব ঘটনা কোথায় ঘটেছে বা বিদেশি সেনাদের জাতীয়তার বিষয়ে আইএএসএফ বিস্তারিত কোনো তথ্য জানায়নি।
এদিকে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল রোববার দেশটির উত্তরাঞ্চলীয় কুন্দুজ শহরে বিদেশি নিরাপত্তা বাহিনীর গাড়িবহর লক্ষ্য করে আত্মঘাতী হামলা চালানো হয়। এতে তিন বেসামরিক লোক নিহত ও আরও ১১ জন আহত হয়। তবে এতে কোনো বিদেশি নাগরিকের হতাহতের ঘটনা ঘটেনি।
আইএএসএফ জানায়, আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে চার বিদেশি সেনা মারা গেছে। ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় এই চার সেনার মৃত্যু হয়েছে। এ ছাড়া পৃথক দুটি বিদ্রোহী হামলায় আরও চার বিদেশি সেনা নিহত হয়েছেন। তাঁদের মধ্যে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে তিনজন ও পূর্বাঞ্চলে একজন নিহত হয়েছেন। তবে এসব ঘটনা কোথায় ঘটেছে বা বিদেশি সেনাদের জাতীয়তার বিষয়ে আইএএসএফ বিস্তারিত কোনো তথ্য জানায়নি।
এদিকে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল রোববার দেশটির উত্তরাঞ্চলীয় কুন্দুজ শহরে বিদেশি নিরাপত্তা বাহিনীর গাড়িবহর লক্ষ্য করে আত্মঘাতী হামলা চালানো হয়। এতে তিন বেসামরিক লোক নিহত ও আরও ১১ জন আহত হয়। তবে এতে কোনো বিদেশি নাগরিকের হতাহতের ঘটনা ঘটেনি।
No comments