আফগানিস্তানের পরিবেশ দূষিত করছে জোট বাহিনী: কারজাই
আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই বলেছেন, জোট বাহিনী আফগান জনগণকে হত্যা করার পাশাপাশি সে দেশের পরিবেশ দূষিত করছে। আফগানিস্তানে জোট বাহিনীর আরও বেশি দিন অবস্থান করার উদ্দেশ্যও সন্দেহজনক বলে উল্লেখ করেন তিনি। গতকাল রোববার দ্য নিউইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে প্রেসিডেন্ট কারজাইয়ের এ বক্তব্য তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত শনিবার আফগানিস্তান ইয়ুথ ইন্টারন্যাশনাল কনফারেন্সে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন প্রেসিডেন্ট কারজাই। তিনি আরও বলেন, ‘আপনারা মনে করে দেখুন, কয়েক বছর আগেও সাহায্য করার জন্য আমি বিদেশিদের ধন্যবাদ দিতাম। আমরা সবাই তাঁদের ধন্যবাদ দিতাম।’ তিনি বলেন, ‘এখন আমি এটা বলা বন্ধ করে দিয়েছি। তবে মাঝেমধ্যে স্পানটা আমাকে এটা করতে বাধ্য করেন।’ কারজাইয়ের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন র্যাংগিন স্পানটা। তাঁর উপস্থিতিতেই প্রেসিডেন্ট কারজাই আরও বলেন, ‘জোট বাহিনী নিজেদের প্রয়োজনে, নিজেদের লক্ষ্য অর্জনের জন্য আমাদের মাটি ব্যবহার করছে।’
প্রেসিডেন্ট কারজাইয়ের এই ভাষণ দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। প্রেসিডেন্ট কারজাই নিজের দেশের জনগণের উদ্দেশে দেওয়া ভাষণে প্রায়ই জোট বাহিনীর ব্যাপারে এমন কঠোর মনোভাব দেখান। কিন্তু ব্যক্তিগতভাবে এবং আন্তর্জাতিক কোনো বৈঠকে তাঁর এই কঠোর মনোভাব প্রকাশ পায় না। অতীতে পাশ্চাত্য কূটনীতিকেরাও প্রেসিডেন্ট কারজাইয়ের এমন মন্তব্যকে এভাবেই মূল্যায়ন করেছেন। তাঁদের মতে, জোট বাহিনী সম্পর্কে কারজাইয়ের প্রকৃত মনোভাব এমন নয়।
কারজাই তাঁর ভাষণে জোট বাহিনীর মাধ্যমে আফগানিস্তানের পরিবেশ দূষণের বিষয়টিও তুলে ধরেন। তিনি বলেন, ‘জোট বাহিনীর বিমান উড়ছে, সেগুলো ধোঁয়া ছাড়ছে। তারা বোমা নিক্ষেপ করছে, এর সঙ্গে রাসায়নিক পদার্থ ছড়িয়ে পড়ছে। আমাদের জনগণ মরছে, পরিবেশও দূষিত হচ্ছে।’
প্রেসিডেন্ট কারজাই বলেন, জোট বাহিনী এমন কিছু অস্ত্র ব্যবহার করছে, যাতে পারমাণবিক উপাদান রয়েছে। কিছু কিছু অস্ত্রে তেজস্ক্রিয় পদার্থও রয়েছে। তিনি জানান, এই বিষয়টি নিয়ে তদন্ত চলছে। কারজাই বলেন, ‘আমাদের দেশে ১৪০টি দেশের প্রতিনিধিত্ব রয়েছে, যারা বিভিন্ন ধরনের উপাদান, রাসায়নিক পদার্থ বা এ জাতীয় উপাদান দিয়ে বিস্ফোরক তৈরি করে। এসব বিস্ফোরক আমাদের দেশে ব্যবহার করা হচ্ছে। এসব বিস্ফোরকের নেতিবাচক প্রভাব পড়ছে আমাদের পরিবেশ, জনগণ ও প্রাণীর ওপর।’
ন্যাটোর ভারী ট্রাক আফগানিস্তানের সড়ক নষ্ট করছে বলেও উল্লেখ করেন কারজাই। তিনি বলেন, ‘তারা আমাদের সড়ক তৈরি বা সংস্কার করে দিচ্ছে না। কিন্তু ব্যবহার করছে।’
প্রতিবেদনে বলা হয়, গত শনিবার আফগানিস্তান ইয়ুথ ইন্টারন্যাশনাল কনফারেন্সে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন প্রেসিডেন্ট কারজাই। তিনি আরও বলেন, ‘আপনারা মনে করে দেখুন, কয়েক বছর আগেও সাহায্য করার জন্য আমি বিদেশিদের ধন্যবাদ দিতাম। আমরা সবাই তাঁদের ধন্যবাদ দিতাম।’ তিনি বলেন, ‘এখন আমি এটা বলা বন্ধ করে দিয়েছি। তবে মাঝেমধ্যে স্পানটা আমাকে এটা করতে বাধ্য করেন।’ কারজাইয়ের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন র্যাংগিন স্পানটা। তাঁর উপস্থিতিতেই প্রেসিডেন্ট কারজাই আরও বলেন, ‘জোট বাহিনী নিজেদের প্রয়োজনে, নিজেদের লক্ষ্য অর্জনের জন্য আমাদের মাটি ব্যবহার করছে।’
প্রেসিডেন্ট কারজাইয়ের এই ভাষণ দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। প্রেসিডেন্ট কারজাই নিজের দেশের জনগণের উদ্দেশে দেওয়া ভাষণে প্রায়ই জোট বাহিনীর ব্যাপারে এমন কঠোর মনোভাব দেখান। কিন্তু ব্যক্তিগতভাবে এবং আন্তর্জাতিক কোনো বৈঠকে তাঁর এই কঠোর মনোভাব প্রকাশ পায় না। অতীতে পাশ্চাত্য কূটনীতিকেরাও প্রেসিডেন্ট কারজাইয়ের এমন মন্তব্যকে এভাবেই মূল্যায়ন করেছেন। তাঁদের মতে, জোট বাহিনী সম্পর্কে কারজাইয়ের প্রকৃত মনোভাব এমন নয়।
কারজাই তাঁর ভাষণে জোট বাহিনীর মাধ্যমে আফগানিস্তানের পরিবেশ দূষণের বিষয়টিও তুলে ধরেন। তিনি বলেন, ‘জোট বাহিনীর বিমান উড়ছে, সেগুলো ধোঁয়া ছাড়ছে। তারা বোমা নিক্ষেপ করছে, এর সঙ্গে রাসায়নিক পদার্থ ছড়িয়ে পড়ছে। আমাদের জনগণ মরছে, পরিবেশও দূষিত হচ্ছে।’
প্রেসিডেন্ট কারজাই বলেন, জোট বাহিনী এমন কিছু অস্ত্র ব্যবহার করছে, যাতে পারমাণবিক উপাদান রয়েছে। কিছু কিছু অস্ত্রে তেজস্ক্রিয় পদার্থও রয়েছে। তিনি জানান, এই বিষয়টি নিয়ে তদন্ত চলছে। কারজাই বলেন, ‘আমাদের দেশে ১৪০টি দেশের প্রতিনিধিত্ব রয়েছে, যারা বিভিন্ন ধরনের উপাদান, রাসায়নিক পদার্থ বা এ জাতীয় উপাদান দিয়ে বিস্ফোরক তৈরি করে। এসব বিস্ফোরক আমাদের দেশে ব্যবহার করা হচ্ছে। এসব বিস্ফোরকের নেতিবাচক প্রভাব পড়ছে আমাদের পরিবেশ, জনগণ ও প্রাণীর ওপর।’
ন্যাটোর ভারী ট্রাক আফগানিস্তানের সড়ক নষ্ট করছে বলেও উল্লেখ করেন কারজাই। তিনি বলেন, ‘তারা আমাদের সড়ক তৈরি বা সংস্কার করে দিচ্ছে না। কিন্তু ব্যবহার করছে।’
No comments