দোষ স্বীকার করলেন ‘নগ্নপদ ডাকাত’ হ্যারিস মুর
যুক্তরাষ্ট্রে ‘নগ্নপদ ডাকাত’ হিসেবে কুখ্যাতি পাওয়া যুবক কলটন হ্যারিস মুর নৌকা, গাড়ি ও বিমান চুরির সাতটি অভিযোগের জবাবে আদালতে দোষ স্বীকার করেছেন।
হ্যারিস মুরকে শুক্রবার সকালে সিয়াটলের একটি ফেডারেল আদালতে তোলা হয়েছিল। যুবকটির আইনজীবী জানিয়েছেন, তাঁর পাঁচ থেকে সাড়ে ছয় বছর কারাদণ্ড হতে পারে। আগামী অক্টোবরে রায় হওয়ার সম্ভাবনা আছে।
২০০৮ সালের নভেম্বরে ওয়াশিংটন অঙ্গরাজ্যের ওরকাস দ্বীপ থেকে একটি ছোট সেসনা বিমান চুরি করেন হ্যারিস মুর। কোনো প্রশিক্ষণ না থাকলেও তিনি বিমানটি সফলভাবে ওড়াতে সক্ষম হন। তবে ৩০০ মাইল যাওয়ার পর বিমানটি ভূমিতে আছড়ে পড়ে, কিন্তু হ্যারিস মুর প্রাণে বেঁচে যান।
হ্যারিস এরপর একাধিকবার বিমান ও গাড়ি চুরি করে ভ্রমণ করেন। অনেকগুলো চুরির সময় তাঁর পায়ে কোনো জুতা ছিল না বলে জানতে পারেন তদন্তকারীরা। এর পর থেকে তাঁর নাম হয়ে যায় ‘নগ্নপদ ডাকাত’।
হ্যারিস মুর ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এখন দর-কষাকষি করছেন, তাঁকে নিয়ে কোনো বই লেখা বা তাঁকে চলচ্চিত্রে অভিনয় করতে দেওয়া হবে কি না, তা নিয়ে। এ থেকে প্রাপ্ত অর্থ তিনি যাঁদের জিনিস চুরি করেছেন, তাঁদের ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হবে।
হ্যারিস মুরকে শুক্রবার সকালে সিয়াটলের একটি ফেডারেল আদালতে তোলা হয়েছিল। যুবকটির আইনজীবী জানিয়েছেন, তাঁর পাঁচ থেকে সাড়ে ছয় বছর কারাদণ্ড হতে পারে। আগামী অক্টোবরে রায় হওয়ার সম্ভাবনা আছে।
২০০৮ সালের নভেম্বরে ওয়াশিংটন অঙ্গরাজ্যের ওরকাস দ্বীপ থেকে একটি ছোট সেসনা বিমান চুরি করেন হ্যারিস মুর। কোনো প্রশিক্ষণ না থাকলেও তিনি বিমানটি সফলভাবে ওড়াতে সক্ষম হন। তবে ৩০০ মাইল যাওয়ার পর বিমানটি ভূমিতে আছড়ে পড়ে, কিন্তু হ্যারিস মুর প্রাণে বেঁচে যান।
হ্যারিস এরপর একাধিকবার বিমান ও গাড়ি চুরি করে ভ্রমণ করেন। অনেকগুলো চুরির সময় তাঁর পায়ে কোনো জুতা ছিল না বলে জানতে পারেন তদন্তকারীরা। এর পর থেকে তাঁর নাম হয়ে যায় ‘নগ্নপদ ডাকাত’।
হ্যারিস মুর ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এখন দর-কষাকষি করছেন, তাঁকে নিয়ে কোনো বই লেখা বা তাঁকে চলচ্চিত্রে অভিনয় করতে দেওয়া হবে কি না, তা নিয়ে। এ থেকে প্রাপ্ত অর্থ তিনি যাঁদের জিনিস চুরি করেছেন, তাঁদের ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হবে।
No comments