অতীত ভুলে সামনে দৃষ্টি তোরেসের
গত মৌসুমের মাঝামাঝি সময়ে লিভারপুল থেকে ৫০ মিলিয়ন ইউরোর বিনিময়ে চেলসিতে যোগ দিয়েছিলেন ফার্নান্দো তোরেস। কিন্তু তার পরও বাজে ফর্মের ফাঁড়াটা কাটাতে পারেননি এই স্প্যানিশ স্ট্রাইকার। ২০১০ মৌসুমের ইংলিশ লিগ শিরোপাজয়ীদের জার্সি গায়ে গোল করেছেন মাত্র একটি। আর পুরো মৌসুমে তিনি প্রতিপক্ষের জালে বল জড়িয়েছিলেন মাত্র ১০ বার। এমন একটা মৌসুম যে তিনি ভুলেই যেতে চাইবেন এটাই তো স্বাভাবিক। ২০০৭ সালে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলতে শুরু করার পর এত বাজে মৌসুম আর কাটাননি বলে মন্তব্য করেছেন তোরেস।
দ্য সান পত্রিকাকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেছেন, ‘ইংল্যান্ডে আসার পর থেকে গত মৌসুমটাই সবচেয়ে বাজে কেটেছে। বিশ্বকাপের পর যে ইনজুরির কবলে পড়েছিলাম, সেটার প্রভাব এখনো কাটিয়ে উঠতে পারছি না। এটাই আমার ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময়। পুরো মৌসুমে মাত্র ১২টি গোল আমার জন্য কিছুই না। কাজেই যা ঘটেছে, সেটা আমি ভুলেই যেতে চাই। কিন্তু আমি চেলসিতে যোগ দেওয়ার জন্য কোনো মতেই অনুতপ্ত নই। ইংলিশ এই ক্লাবটি যখন পুরোপুরি ছন্দে ফিরবে, তখন তাদেরকে হারানো খুবই কঠিন হবে।
দ্য সান পত্রিকাকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেছেন, ‘ইংল্যান্ডে আসার পর থেকে গত মৌসুমটাই সবচেয়ে বাজে কেটেছে। বিশ্বকাপের পর যে ইনজুরির কবলে পড়েছিলাম, সেটার প্রভাব এখনো কাটিয়ে উঠতে পারছি না। এটাই আমার ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময়। পুরো মৌসুমে মাত্র ১২টি গোল আমার জন্য কিছুই না। কাজেই যা ঘটেছে, সেটা আমি ভুলেই যেতে চাই। কিন্তু আমি চেলসিতে যোগ দেওয়ার জন্য কোনো মতেই অনুতপ্ত নই। ইংলিশ এই ক্লাবটি যখন পুরোপুরি ছন্দে ফিরবে, তখন তাদেরকে হারানো খুবই কঠিন হবে।
No comments