দাবানল নেভাতে ৩৪ রাজ্যের কয়েক হাজার অগ্নিনির্বাপককর্মী
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে দুই সপ্তাহের বেশি সময় ধরে জ্বলতে থাকা দাবানল আরও ভয়ংকর রূপ নিয়েছে। ইতিমধ্যেই ১০ লাখ একর জমির বনজঙ্গল ও গাছপালা পুড়ে ছাই হয়ে গেছে। ৩৪টি অঙ্গরাজ্যের কয়েক হাজার অগ্নিনির্বাপককর্মী আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। গতকাল বুধবার টেক্সাস ফায়ার সার্ভিস এ কথা জানিয়েছে।
টেক্সাসের বন বিভাগের মুখপাত্র এপ্রিল স্যাগিনোর সিএনএন রেডিওকে বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, টেক্সাসে এলাকার পর এলাকা পুড়ে যাচ্ছে। পশ্চিম অঙ্গরাজ্যজুড়ে আগুন জ্বলছে।’
স্যাগিনোর বলেন, ৩৪টি রাজ্যের অগ্নিনির্বাপককর্মীরা দিনরাত চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারছেন না। ইতিমধ্যে ১০ লাখ একর বনভূমি পুড়ে গেছে। ধ্বংস হয়েছে ১৭০টির বেশি বাড়িঘর।
আবহাওয়া বিভাগ হুঁশিয়ারি দিয়ে বলেছে, গতকাল বুধবার ঝোড়ো বাতাস কিছুটা কম থাকলেও আজ বৃহস্পতিবার তীব্র বাতাস বয়ে যেতে পারে। এতে দাবানল আরও ভয়ানক রূপ নেবে বলে আশঙ্কা করছে তারা।
টেক্সাসের আবহাওয়া বিভাগের মুখপাত্র ডেভিড হেনিং বলেছেন, দুই ইঞ্চি মাত্রার বৃষ্টিপাত হলেও আগুন নিয়ন্ত্রণে আসত। তবে সহসাই বৃষ্টি নামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
হেনিংয়ের আশঙ্কা, টেক্সাসের ১৬৫ মাইল পশ্চিমে অবস্থিত ওডেসা এলাকা এবং নিউ মেক্সিকোর দক্ষিণ-পূর্বে আজ বৃহস্পতিবার দাবানল ব্যাপক আকারে ছড়িয়ে পড়তে পারে।
টেক্সাসের বন বিভাগের মুখপাত্র এপ্রিল স্যাগিনোর সিএনএন রেডিওকে বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, টেক্সাসে এলাকার পর এলাকা পুড়ে যাচ্ছে। পশ্চিম অঙ্গরাজ্যজুড়ে আগুন জ্বলছে।’
স্যাগিনোর বলেন, ৩৪টি রাজ্যের অগ্নিনির্বাপককর্মীরা দিনরাত চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারছেন না। ইতিমধ্যে ১০ লাখ একর বনভূমি পুড়ে গেছে। ধ্বংস হয়েছে ১৭০টির বেশি বাড়িঘর।
আবহাওয়া বিভাগ হুঁশিয়ারি দিয়ে বলেছে, গতকাল বুধবার ঝোড়ো বাতাস কিছুটা কম থাকলেও আজ বৃহস্পতিবার তীব্র বাতাস বয়ে যেতে পারে। এতে দাবানল আরও ভয়ানক রূপ নেবে বলে আশঙ্কা করছে তারা।
টেক্সাসের আবহাওয়া বিভাগের মুখপাত্র ডেভিড হেনিং বলেছেন, দুই ইঞ্চি মাত্রার বৃষ্টিপাত হলেও আগুন নিয়ন্ত্রণে আসত। তবে সহসাই বৃষ্টি নামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
হেনিংয়ের আশঙ্কা, টেক্সাসের ১৬৫ মাইল পশ্চিমে অবস্থিত ওডেসা এলাকা এবং নিউ মেক্সিকোর দক্ষিণ-পূর্বে আজ বৃহস্পতিবার দাবানল ব্যাপক আকারে ছড়িয়ে পড়তে পারে।
No comments