তিনটি কৃত্রিম উপগ্রহ মহাশূন্যে পাঠাল ভারত
ভারত গত বুধবার একটি রকেটে করে তিনটি কৃত্রিম উপগ্রহ পৃথিবীর কক্ষপথে পাঠিয়েছে। ভূপৃষ্ঠ থেকে ৮৮২ কিলোমিটার উচ্চতায় উপগ্রহগুলোকে পাঠানো হয়।
অন্ধ্র প্রদেশ রাজ্যের শ্রীহরিকোটা মহাকাশ কেন্দ্র থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয়। এই রকেটে ছিল রিসোর্সস্যাট-২ নামে একটি কৃত্রিম উপগ্রহ। এটি পৃথিবীর প্রাকৃতিক সম্পদের ওপর মানবজীবনের প্রভাব পর্যবেক্ষণ করবে। এ ছাড়া রকেটটিতে নক্ষত্র ও বায়ুমণ্ডল পর্যবেক্ষণের জন্য একটি ইন্দো-রাশিয়ান কৃত্রিম উপগ্রহ ও সিঙ্গাপুরভিত্তিক নানইয়াং টেকনোলজি ইউসিভার্সিটির বানানো ছবি তোলার জন্য ঘূর্ণায়মান একটি উপগ্রহ ছিল।
অন্ধ্র প্রদেশ রাজ্যের শ্রীহরিকোটা মহাকাশ কেন্দ্র থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয়। এই রকেটে ছিল রিসোর্সস্যাট-২ নামে একটি কৃত্রিম উপগ্রহ। এটি পৃথিবীর প্রাকৃতিক সম্পদের ওপর মানবজীবনের প্রভাব পর্যবেক্ষণ করবে। এ ছাড়া রকেটটিতে নক্ষত্র ও বায়ুমণ্ডল পর্যবেক্ষণের জন্য একটি ইন্দো-রাশিয়ান কৃত্রিম উপগ্রহ ও সিঙ্গাপুরভিত্তিক নানইয়াং টেকনোলজি ইউসিভার্সিটির বানানো ছবি তোলার জন্য ঘূর্ণায়মান একটি উপগ্রহ ছিল।
No comments