মালিঙ্গা নেই শ্রীলঙ্কা দলে
লাসিথ মালিঙ্গা নির্বাচকদের চিঠি লিখে অনুরোধ করেছেন, তাঁকে যেন ইংল্যান্ড সফরের টেস্ট দলে রাখা না হয়। নির্বাচকেরা সেই ইচ্ছার দাম দিয়েছেন। তবে প্রধান নির্বাচক দিলীপ মেন্ডিস বলেছেন, ‘এটা একটু বিব্রতকর। কারণ সে বলছে, সে ইনজুরিতে, কিন্তু আবার ক্রিকেটও (আইপিএল) খেলে যাচ্ছে।’ আইপিএলে খেলা বাকি সবাই অবশ্য আছেন এই দলে। ২৬ মে শুরু হবে তিন টেস্ট সিরিজের প্রথমটি। বিবিসি।
শ্রীলঙ্কা দল: তিলকরত্নে দিলশান (অধি.), থারাঙ্গা পারানাভিথানা, লাহিরু থিরিমান্নে, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, থিলান সামারাবীরা, দিনেশ চান্ডিমাল, প্রসন্ন জয়াবর্ধনে, থিসারা পেরেরা, সুরাজ রণদিভ, অজন্তা মেন্ডিস, রঙ্গনা হেরাথ, দিলহারা ফার্নান্ডো, চানাকা ভেলেগেদারা, সুরঙ্গ লাকমল ও নুয়ান প্রদীপ।
শ্রীলঙ্কা দল: তিলকরত্নে দিলশান (অধি.), থারাঙ্গা পারানাভিথানা, লাহিরু থিরিমান্নে, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, থিলান সামারাবীরা, দিনেশ চান্ডিমাল, প্রসন্ন জয়াবর্ধনে, থিসারা পেরেরা, সুরাজ রণদিভ, অজন্তা মেন্ডিস, রঙ্গনা হেরাথ, দিলহারা ফার্নান্ডো, চানাকা ভেলেগেদারা, সুরঙ্গ লাকমল ও নুয়ান প্রদীপ।
No comments