শিম্পাঞ্জির শরীরে ওবামার ছবি যুক্ত করায় ক্ষমা প্রার্থনা
বাচ্চা শিম্পাঞ্জির শরীরে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মুখমণ্ডলের ছবি যুক্ত করে পাঠানো ই-মেইল নিয়ে অনেক সমালোচনার পর অবশেষে ক্ষমা চেয়েছেন ওই ই-মেইলের প্রেরক।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার রিপাবালিকান কর্মকর্তা মেরিলিন ড্যাভেনপোর্ট গত শুক্রবার দলের একটি কমিটির সদস্যদের কাছে ওই ই-মেইল পাঠান। গত সোমবার তিনি তাঁর এই ‘অমার্জিত আচরণের’ জন্য ক্ষমা চেয়েছেন।
ড্যাভেনপোর্টের পাঠানো ওই ছবিটি আসলে একটি শিম্পাঞ্জি পরিবারের। সেখানে মা-বাবার সঙ্গে আছে একটি বাচ্চা শিম্পাঞ্জি। ওই বাচ্চাটির শরীরের ওপর বসিয়ে দেওয়া হয়েছে বারাক ওবামার মুখের ছবি। নিচে লেখা, ‘এখন আপনারা বুঝবেন, কেন জন্মসনদ পাওয়া যাচ্ছে না।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার রিপাবালিকান কর্মকর্তা মেরিলিন ড্যাভেনপোর্ট গত শুক্রবার দলের একটি কমিটির সদস্যদের কাছে ওই ই-মেইল পাঠান। গত সোমবার তিনি তাঁর এই ‘অমার্জিত আচরণের’ জন্য ক্ষমা চেয়েছেন।
ড্যাভেনপোর্টের পাঠানো ওই ছবিটি আসলে একটি শিম্পাঞ্জি পরিবারের। সেখানে মা-বাবার সঙ্গে আছে একটি বাচ্চা শিম্পাঞ্জি। ওই বাচ্চাটির শরীরের ওপর বসিয়ে দেওয়া হয়েছে বারাক ওবামার মুখের ছবি। নিচে লেখা, ‘এখন আপনারা বুঝবেন, কেন জন্মসনদ পাওয়া যাচ্ছে না।
No comments