বাফুফেকে চিন্তামুক্ত করল বেক্সিমকো
লিওনেল মেসিদের ঢাকায় আনতে ৩০-৩৫ কোটি টাকা যা-ই খরচ হোক, টাকার জন্য চিন্তা করতে হবে না বাফুফেকে। এই টাকার দায়িত্ব নিয়েছে বেক্সিমকো গ্রুপ।
আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে আগামীকাল সংবাদ সম্মেলন করে। তখন বিপণন এজেন্টের সঙ্গেও চুক্তি হবে। কাল বাফুফের নির্বাহী কমিটির সভা শেষে সভাপতি কাজী সালাউদ্দিন জানিয়েছেন, ‘এই সফর আয়োজনে বাফুফের তহবিল থেকে একটি কানাকড়িও খরচ হবে না। লোকসান হলে তা বহন করবে বেক্সিমকো। লাভ হলে তারা নেবে না। সেই টাকা বাফুফের যুব উন্নয়ন তহবিলে দেবে। কাজেই সফর আয়োজন করে লাভবান হওয়ার সুযোগ আছে আমাদের সামনে।’
আগামী ৬ সেপ্টেম্বর বঙ্গবন্ধু স্টেডিয়ামে আর্জেন্টিনা-নাইজেরিয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। টাকার ব্যাপারে নিশ্চয়তা পাওয়ার পর বাফুফে এখন অন্য বিষয়গুলো নিয়ে কাজ শুরু করে দিয়েছে। বাফুফে ভবন এ নিয়ে বেশ সরগরম।
আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে আগামীকাল সংবাদ সম্মেলন করে। তখন বিপণন এজেন্টের সঙ্গেও চুক্তি হবে। কাল বাফুফের নির্বাহী কমিটির সভা শেষে সভাপতি কাজী সালাউদ্দিন জানিয়েছেন, ‘এই সফর আয়োজনে বাফুফের তহবিল থেকে একটি কানাকড়িও খরচ হবে না। লোকসান হলে তা বহন করবে বেক্সিমকো। লাভ হলে তারা নেবে না। সেই টাকা বাফুফের যুব উন্নয়ন তহবিলে দেবে। কাজেই সফর আয়োজন করে লাভবান হওয়ার সুযোগ আছে আমাদের সামনে।’
আগামী ৬ সেপ্টেম্বর বঙ্গবন্ধু স্টেডিয়ামে আর্জেন্টিনা-নাইজেরিয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। টাকার ব্যাপারে নিশ্চয়তা পাওয়ার পর বাফুফে এখন অন্য বিষয়গুলো নিয়ে কাজ শুরু করে দিয়েছে। বাফুফে ভবন এ নিয়ে বেশ সরগরম।
No comments