ডায়ানার বিয়ের ও শেষকৃত্যানুষ্ঠানের সংগীত বাজবে
মা প্রিন্সেস ডায়ানার বিয়ের অনুষ্ঠান ও অন্ত্যেষ্টিক্রিয়ায় যে সংগীত বাজানো হয়েছিল, সেই একই সংগীত বাজবে ছেলে প্রিন্স উইলিয়ামের বিয়ের অনুষ্ঠানে। পাশাপাশি বাবা প্রিন্স চার্লসের দ্বিতীয় বিয়ের অনুষ্ঠানের সংগীতও এ সময় বাজানো হবে। গতকাল বৃহস্পতিবার রাজপরিবার থেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত উইলিয়াম-কেটের বিয়ের অনুষ্ঠানসূচিতে এ তথ্য দেওয়া হয়েছে।
প্রিন্স উইলিয়ামের সেন্ট জেমস প্যালেসের একজন মুখপাত্র বলেছেন, ১৯৮১ সালে প্রিন্স চার্লস ও প্রিন্সেস ডায়ানার বিয়ে এবং ১৯৯৭ সালে ডায়ানার শেষকৃত্যে যেসব সংগীত বাজানো হয়, সেগুলো থেকে বাছাই করা কয়েকটি গান ও যন্ত্রসংগীত আজ বাজানো হবে। এ ছাড়া ২০০৫ সালে চার্লসের সঙ্গে ক্যামিলার বিয়েতে যে সংগীত বাজানো হয়েছে, সেগুলোরও অংশবিশেষ এ অনুষ্ঠানসূচিতে স্থান পেয়েছে।
প্রিন্স উইলিয়ামের সেন্ট জেমস প্যালেসের একজন মুখপাত্র বলেছেন, ১৯৮১ সালে প্রিন্স চার্লস ও প্রিন্সেস ডায়ানার বিয়ে এবং ১৯৯৭ সালে ডায়ানার শেষকৃত্যে যেসব সংগীত বাজানো হয়, সেগুলো থেকে বাছাই করা কয়েকটি গান ও যন্ত্রসংগীত আজ বাজানো হবে। এ ছাড়া ২০০৫ সালে চার্লসের সঙ্গে ক্যামিলার বিয়েতে যে সংগীত বাজানো হয়েছে, সেগুলোরও অংশবিশেষ এ অনুষ্ঠানসূচিতে স্থান পেয়েছে।
No comments