একাডেমিকে জেতালেন সৌম্য-আসিফ
মাত্র ২৫ রানে ৫ উইকেট পড়ার পর শঙ্কা, বিশ্বকাপে জাতীয় দলের ৫৮ আর ৭৮-এর বিভীষিকাই ফিরিয়ে আনছে না তো জিপি-বিসিবি একাডেমি দল! জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কাল শেষ পর্যন্ত সত্যি হয়নি শঙ্কাটা। দক্ষিণ আফ্রিকা একাডেমি দলের ২১৪ রান তাড়া করে জিপি-বিসিবি একাডেমি ম্যাচ জিতে নিয়েছে ৪ উইকেটে।
বিপর্যয় থেকেও ঘুরে দাঁড়িয়ে জয় ছিনিয়ে আনার কৃতিত্ব দুই ব্যাটসম্যান সৌম্য সরকার (৮১) ও আসিফ আহমেদের (৭৬*)। শেষ পর্যন্ত উইকেটে থেকে জয় নিশ্চিত করা আসিফ হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ।
ষষ্ঠ উইকেট জুটিতে সৌম্য-আসিফ যোগ করেন ১৩৯ রান। আসিফের ১২৪ বলে খেলা ইনিংসটি সাজানো ছয়টি বাউন্ডারিতে। ফিফটিও করেছেন বাউন্ডারি দিয়েই। ফিফটির পর একবার জীবন ফিরে পেলেও সৌম্যের ৯১ বলের ইনিংসে ছিল তিন ছক্কা ও সাত চার। অফ স্পিনার পিয়েটের বলে যখন ক্যাচ দিয়ে সাজঘরে ফিরছিলেন, তখন জয় থেকে মাত্র ৫০ রান দূরে জিপি-বিসিবি একাডেমি। বল হাতে ৪ উইকেট নেওয়া আলাউদ্দিন বাবুকে নিয়ে ৩ ওভার ২ বল বাকি থাকতে জয়ের আনুষ্ঠানিকতা সারেন আসিফ।
তবে ইনিংসের শুরুতেই হারডাস ভিলিওনের সামনে মাত্র ৩ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল স্বাগতিকেরা। ৯ ওভারের মধ্যে ২৫ রানে পড়ে যায় ৫ উইকেট! প্রথম পাঁচ ব্যাটসম্যানের মধ্যে দুই অঙ্কের রান করেছেন কেবল মাইশুকুর (১৪)। বাকিটা ওই সৌম্য-আসিফেরই কীর্তি।
এর আগে টসজয়ী দক্ষিণ আফ্রিকা একাডেমি ৫০ ওভারে ৮ উইকেটে ২১৩ রান করে। ওপেনার ডমিনিক করেন সর্বোচ্চ ৮৫। আলাউদ্দিন ৩৩ রান চার ও সানজামুল ৪২ রানে ৩ উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা একাডেমি: ৫০ ওভারে ২১৩/৮ (ডমিনিক ৮৫, লিফা মসিনা ৩৩, ভিলিওন ৩১; আলাউদ্দিন ৪/৩৩, সানজামুল ৩/৪২, শাকের আহমেদ ১/৩৩)। জিপি-বিসিবি একাডেমি: ৪৬.৪ ওভারে ২১৬/৬ (সৌম্য ৮১, আসিফ ৭৬*, আলাউদ্দিন ২১*; ভিলিওন ৩/৩০, পিটারসন ২/৩৪, পেডিট ১/৪২)।
বিপর্যয় থেকেও ঘুরে দাঁড়িয়ে জয় ছিনিয়ে আনার কৃতিত্ব দুই ব্যাটসম্যান সৌম্য সরকার (৮১) ও আসিফ আহমেদের (৭৬*)। শেষ পর্যন্ত উইকেটে থেকে জয় নিশ্চিত করা আসিফ হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ।
ষষ্ঠ উইকেট জুটিতে সৌম্য-আসিফ যোগ করেন ১৩৯ রান। আসিফের ১২৪ বলে খেলা ইনিংসটি সাজানো ছয়টি বাউন্ডারিতে। ফিফটিও করেছেন বাউন্ডারি দিয়েই। ফিফটির পর একবার জীবন ফিরে পেলেও সৌম্যের ৯১ বলের ইনিংসে ছিল তিন ছক্কা ও সাত চার। অফ স্পিনার পিয়েটের বলে যখন ক্যাচ দিয়ে সাজঘরে ফিরছিলেন, তখন জয় থেকে মাত্র ৫০ রান দূরে জিপি-বিসিবি একাডেমি। বল হাতে ৪ উইকেট নেওয়া আলাউদ্দিন বাবুকে নিয়ে ৩ ওভার ২ বল বাকি থাকতে জয়ের আনুষ্ঠানিকতা সারেন আসিফ।
তবে ইনিংসের শুরুতেই হারডাস ভিলিওনের সামনে মাত্র ৩ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল স্বাগতিকেরা। ৯ ওভারের মধ্যে ২৫ রানে পড়ে যায় ৫ উইকেট! প্রথম পাঁচ ব্যাটসম্যানের মধ্যে দুই অঙ্কের রান করেছেন কেবল মাইশুকুর (১৪)। বাকিটা ওই সৌম্য-আসিফেরই কীর্তি।
এর আগে টসজয়ী দক্ষিণ আফ্রিকা একাডেমি ৫০ ওভারে ৮ উইকেটে ২১৩ রান করে। ওপেনার ডমিনিক করেন সর্বোচ্চ ৮৫। আলাউদ্দিন ৩৩ রান চার ও সানজামুল ৪২ রানে ৩ উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা একাডেমি: ৫০ ওভারে ২১৩/৮ (ডমিনিক ৮৫, লিফা মসিনা ৩৩, ভিলিওন ৩১; আলাউদ্দিন ৪/৩৩, সানজামুল ৩/৪২, শাকের আহমেদ ১/৩৩)। জিপি-বিসিবি একাডেমি: ৪৬.৪ ওভারে ২১৬/৬ (সৌম্য ৮১, আসিফ ৭৬*, আলাউদ্দিন ২১*; ভিলিওন ৩/৩০, পিটারসন ২/৩৪, পেডিট ১/৪২)।
No comments