নারীর মর্যাদাহানির জন্য বেরলুসকোনিকে ক্ষমতা ছাড়তে হবে
নারীর মর্যাদাহানির জন্য ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনিকে ক্ষমতা ছাড়া হতে হবে। গত বুধবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট এবং পার্লামেন্টের নিম্নকক্ষের ডেপুটি স্পিকার রোজি বিন্দি এ কথা বলেছেন।
বেরলুসকোনিকে ‘সুলতান’ অভিহিত করে তিনি বলেন, যৌন কেলেঙ্কারির জন্য বেরলুসকোনিকে ক্ষমতা ছাড়া হতে হবে। তাঁর এ কেলেঙ্কারির জন্য ইতালির নারীদের সবচেয়ে বেশি মূল্য দিতে হয়েছে। সুলতানের কারণে দেশের নারীদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তিনি নারীদের দেহসর্বস্ব ব্যবসায়িক পণ্যে পরিণত করেছেন। নারীদের মধ্যে আগে যাঁরা ভোট দিয়ে বেরলুসকোনিকে প্রধানমন্ত্রী নির্বাচন করেছিলেন, তাঁরাই পরবর্তী নির্বাচনে তাঁকে আর ভোট দেবেন না। রোজি বিন্দি বলেন, গত নির্বাচনে বেরলুসকোনির সফলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নারীরা। তবে এখন নিঃসন্দেহে নারীদের মধ্যে বেরলুসকোনির জনপ্রিয়তা হ্রাস পেয়েছে এবং নারীরাই তাঁর অভিসার জীবনের সমাপ্তি ঘটাবেন। গত বুধবার বিকেলে পার্লামেন্টের নিম্নকক্ষে তাঁর কার্যালয়ে রয়টার্সকে তিনি এ সাক্ষাৎকারটি দেন।
বেরলুসকোনিকে ‘সুলতান’ অভিহিত করে তিনি বলেন, যৌন কেলেঙ্কারির জন্য বেরলুসকোনিকে ক্ষমতা ছাড়া হতে হবে। তাঁর এ কেলেঙ্কারির জন্য ইতালির নারীদের সবচেয়ে বেশি মূল্য দিতে হয়েছে। সুলতানের কারণে দেশের নারীদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তিনি নারীদের দেহসর্বস্ব ব্যবসায়িক পণ্যে পরিণত করেছেন। নারীদের মধ্যে আগে যাঁরা ভোট দিয়ে বেরলুসকোনিকে প্রধানমন্ত্রী নির্বাচন করেছিলেন, তাঁরাই পরবর্তী নির্বাচনে তাঁকে আর ভোট দেবেন না। রোজি বিন্দি বলেন, গত নির্বাচনে বেরলুসকোনির সফলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নারীরা। তবে এখন নিঃসন্দেহে নারীদের মধ্যে বেরলুসকোনির জনপ্রিয়তা হ্রাস পেয়েছে এবং নারীরাই তাঁর অভিসার জীবনের সমাপ্তি ঘটাবেন। গত বুধবার বিকেলে পার্লামেন্টের নিম্নকক্ষে তাঁর কার্যালয়ে রয়টার্সকে তিনি এ সাক্ষাৎকারটি দেন।
No comments