এবারও পারলেন না ওজনিয়াকি
গত বছর মেয়েদের টেনিস র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা দখল করেছিলেন ক্যারোলিন ওজনিয়াকি। নতুন বছরও শুরু করেছিলেন এক নম্বর হিসেবেই। কিন্তু শীর্ষস্থানে পৌঁছলেও এখন পর্যন্ত একটিও গ্র্যান্ডস্লাম না জেতার জন্য মাঝেমধ্যেই নানা রকম কটু মন্তব্য সহ্য করতে হয় ডেনমার্কের এই তারকাকে। সুযোগ ছিল এবারের মৌসুমের প্রথম গ্র্যান্ডস্লাম অস্ট্রেলিয়ান ওপেনেই সমালোচকদের মুখ বন্ধ করে দেওয়ার। সেই ইঙ্গিতও পাওয়া যাচ্ছিল ওজনিয়াকির পারফরমেন্স থেকে। দাপটের সঙ্গেই পৌঁছেছিলেন সেমিফাইনালে। কিন্তু শেষ চারের লড়াইয়ে চীনের লি নার কাছে ৩-৬, ৭-৫, ৬-৩ গেমে হেরে আরও একবার সেমিফাইনালেই শেষ হলো ওজনিয়াকির প্রথম গ্র্যান্ডস্লামের স্বপ্ন।
প্রথম সেটটা ৩-৬ গেমে পিছিয়ে পড়ার পর দ্বিতীয় সেটে খুব চমত্কারভাবে ঘুরে দাঁড়ান অস্ট্রেলিয়ান ওপেনের নবম বাছাই লি না। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দ্বিতীয় সেটটা জিতে নেন ৭-৫ গেমে। এরপর শেষ সেটটা ৬-৩ গেমে জেতার পরই গড়ে ফেললেন ইতিহাস। প্রথম চীনা খেলোয়াড় হিসেবে পৌঁছালেন গ্র্যান্ডস্লামের ফাইনালে।
ফাইনালে ভেরা জভোনরেভা বা কিম ক্লাইস্টার্সের মুখোমুখি হবেন লি না।
প্রথম সেটটা ৩-৬ গেমে পিছিয়ে পড়ার পর দ্বিতীয় সেটে খুব চমত্কারভাবে ঘুরে দাঁড়ান অস্ট্রেলিয়ান ওপেনের নবম বাছাই লি না। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দ্বিতীয় সেটটা জিতে নেন ৭-৫ গেমে। এরপর শেষ সেটটা ৬-৩ গেমে জেতার পরই গড়ে ফেললেন ইতিহাস। প্রথম চীনা খেলোয়াড় হিসেবে পৌঁছালেন গ্র্যান্ডস্লামের ফাইনালে।
ফাইনালে ভেরা জভোনরেভা বা কিম ক্লাইস্টার্সের মুখোমুখি হবেন লি না।
No comments