বাংলাদেশ সিরিজে নেই পিটারসেন
দীর্ঘ অ্যাকিলিস ইনজুরি কাটিয়ে মাঠে ফেরার পর নিজেকে ফিরে পেতে বেশ ধুঁকতে হয়েছে। যখনই নিজের সেরা ফর্মে ফিরছেন, তখনই আবার মাঠের বাইরে চলে যেতে হলো কেভিন পিটারসেনকে। গত পরশু অস্ট্রেলিয়ার বিপক্ষে পঞ্চম ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় ঊরুর ইনজুরিতে পড়েন ইংলিশ ব্যাটসম্যান।
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটা তাই খেলতে পারবেন না পিটারসেন। শঙ্কা আছে ২৯ জুলাই শুরু পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ নিয়েও।
পিটারসেনের বদলে ইংল্যান্ড দলে ডাক পেয়েছেন জোনাথন ট্রট। গত নভেম্বরে শেষ ওয়ানডে খেলা এই ব্যাটসম্যান আবার ওয়ানডেতে নিজেকে প্রমাণের সুযোগ পাচ্ছেন। বিশ্রাম দেওয়া হয়েছে দলের মূল স্পিনার গ্রায়েম সোয়ানকে। তাঁর জায়গায় সুযোগ পেয়েছেন ইংল্যান্ডের বাংলাদেশ সফরে অভিষিক্ত জেমস ট্রেডওয়েল।
ইংল্যান্ড-বাংলাদেশ প্রথম ওয়ানডে ৮ জুলাই নটিংহামে। ১০ জুলাই দ্বিতীয় ওয়ানডে ব্রিস্টলে, ১২ জুলাই তৃতীয় ওয়ানডে বার্মিংহামে।
ওয়ানডে সিরিজ শুরুর আগে প্রথম প্রস্তুতি ম্যাচে সাসেক্সের কাছে ১৪৯ রানে হেরেছে বাংলাদেশ। আজ আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলছেন সাকিব-তামিমরা, প্রতিপক্ষ মিডলসেক্স। ওয়েবসাইট।
বাংলাদেশ সিরিজের ইংল্যান্ড দল: অ্যান্ড্রু স্ট্রাউস (অধিনায়ক), ক্রেইগ কিসওয়েটার, ইয়ান বেল, পল কলিংউড, এউইন মরগ্যান, মাইকেল ইয়ার্ডি, লুক রাইট, টিম ব্রেসনান, জেমস ট্রেডওয়েল, স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন, আজমল শেহজাদ, জোনাথন ট্রট।
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটা তাই খেলতে পারবেন না পিটারসেন। শঙ্কা আছে ২৯ জুলাই শুরু পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ নিয়েও।
পিটারসেনের বদলে ইংল্যান্ড দলে ডাক পেয়েছেন জোনাথন ট্রট। গত নভেম্বরে শেষ ওয়ানডে খেলা এই ব্যাটসম্যান আবার ওয়ানডেতে নিজেকে প্রমাণের সুযোগ পাচ্ছেন। বিশ্রাম দেওয়া হয়েছে দলের মূল স্পিনার গ্রায়েম সোয়ানকে। তাঁর জায়গায় সুযোগ পেয়েছেন ইংল্যান্ডের বাংলাদেশ সফরে অভিষিক্ত জেমস ট্রেডওয়েল।
ইংল্যান্ড-বাংলাদেশ প্রথম ওয়ানডে ৮ জুলাই নটিংহামে। ১০ জুলাই দ্বিতীয় ওয়ানডে ব্রিস্টলে, ১২ জুলাই তৃতীয় ওয়ানডে বার্মিংহামে।
ওয়ানডে সিরিজ শুরুর আগে প্রথম প্রস্তুতি ম্যাচে সাসেক্সের কাছে ১৪৯ রানে হেরেছে বাংলাদেশ। আজ আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলছেন সাকিব-তামিমরা, প্রতিপক্ষ মিডলসেক্স। ওয়েবসাইট।
বাংলাদেশ সিরিজের ইংল্যান্ড দল: অ্যান্ড্রু স্ট্রাউস (অধিনায়ক), ক্রেইগ কিসওয়েটার, ইয়ান বেল, পল কলিংউড, এউইন মরগ্যান, মাইকেল ইয়ার্ডি, লুক রাইট, টিম ব্রেসনান, জেমস ট্রেডওয়েল, স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন, আজমল শেহজাদ, জোনাথন ট্রট।
No comments