তিনে নেমে এলেন ফেদেরার
সাত বছরের মধ্যে সর্বনিম্ন বিশ্ব র্যাঙ্কিংয়ে নেমে এলেন রজার ফেদেরার। উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে টমাস বার্ডিচের কাছে হেরে ছিটকে পড়ায় র্যাঙ্কিংয়ের দুই থেকে তিনে নেমে গেছেন তিনি। নতুন র্যাঙ্কিংয়ের সর্বশেষ সংস্করণে ফেদেরারের জায়গায় উঠে এসেছেন নোভাক জোকোভিচ। রাফায়েল নাদালই ধরে রেখেছেন শীর্ষস্থান। চার নম্বরে অ্যান্ডি মারে। নতুন র্যাঙ্কিং প্রকাশিত হচ্ছে আজ।
মোট ২৮৫ সপ্তাহ এবং টানা ২৩৭ সপ্তাহ যিনি টেনিস র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন, তার জন্য তিন নম্বরে নেমে যাওয়া তো হতাশারই। ১৬টি গ্র্যান্ড স্লামের মালিক ডেইলি এক্সপ্রেসকে জানিয়েছেন, ‘এত দিন ধরে র্যাঙ্কিংয়ের এক-দুয়ে থাকাটা বিস্ময়কর। কিন্তু গত সাত বছরে আমি সব সময়ই কোনো না কোনো গ্র্যান্ড স্লামের কোয়ার্টার ফাইনালে উঠেছি। আমার এখন এটা ধরে রাখতে হবে এবং আরও এগিয়ে যেতে হবে।
মোট ২৮৫ সপ্তাহ এবং টানা ২৩৭ সপ্তাহ যিনি টেনিস র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন, তার জন্য তিন নম্বরে নেমে যাওয়া তো হতাশারই। ১৬টি গ্র্যান্ড স্লামের মালিক ডেইলি এক্সপ্রেসকে জানিয়েছেন, ‘এত দিন ধরে র্যাঙ্কিংয়ের এক-দুয়ে থাকাটা বিস্ময়কর। কিন্তু গত সাত বছরে আমি সব সময়ই কোনো না কোনো গ্র্যান্ড স্লামের কোয়ার্টার ফাইনালে উঠেছি। আমার এখন এটা ধরে রাখতে হবে এবং আরও এগিয়ে যেতে হবে।
No comments