সবার আগে শেষ চারে মুম্বাই ইন্ডিয়ানস
৫৯ বলে অপরাজিত ৮৯ রানের ইনিংসটা শুধু এবারের আইপিএলে এখন পর্যন্ত শচীন টেন্ডুলকারকে সর্বোচ্চ স্কোরারই বানাল না, ৩৭ রানের জয়ে তাঁর দল মুম্বাই ইন্ডিয়ানসকে তুলে দিল সেমিফাইনালে। ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শেষ চারে তারাই গেল সবার আগে।
মুম্বাই ইন্ডিয়ানসের ৫ উইকেটে ১৭৪ রানের জবাবে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৭ রান রাজস্থান রয়্যালসের। ৩৪ রানে ৪ উইকেট হারানো রাজস্থান ১৭৪ রান তাড়া করার মতো ব্যাটিং কখনোই করেনি। অষ্টম উইকেটে অভিষেক রাউত আর আদিত্য দোলের ৫০ রানের জুটি পরাজয়ের ব্যবধানই কমিয়েছে কেবল।
এর আগে দিল্লি ডেয়ারডেভিলসকে ৭ উইকেটে হারিয়ে ১২ ম্যাচে ৮ পয়েন্ট কিংস ইলেভেন পাঞ্জাবের। পয়েন্ট তালিকায় এখনো সবার নিচে, তবু বাকি দুটি ম্যাচ জিতলে সেমিফাইনালে ওঠার আশাটা থাকে।
কাল প্রথমে ব্যাট করে শেবাগ-গম্ভীরের দল করে ১১১ রান। পাঞ্জাব মামুলি লক্ষ্যটা ছুঁয়েছে ৮ বল বাকি থাকতেই। ১১ ম্যাচে ১২ পয়েন্ট দিল্লির।
মুম্বাই ইন্ডিয়ানসের ৫ উইকেটে ১৭৪ রানের জবাবে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৭ রান রাজস্থান রয়্যালসের। ৩৪ রানে ৪ উইকেট হারানো রাজস্থান ১৭৪ রান তাড়া করার মতো ব্যাটিং কখনোই করেনি। অষ্টম উইকেটে অভিষেক রাউত আর আদিত্য দোলের ৫০ রানের জুটি পরাজয়ের ব্যবধানই কমিয়েছে কেবল।
এর আগে দিল্লি ডেয়ারডেভিলসকে ৭ উইকেটে হারিয়ে ১২ ম্যাচে ৮ পয়েন্ট কিংস ইলেভেন পাঞ্জাবের। পয়েন্ট তালিকায় এখনো সবার নিচে, তবু বাকি দুটি ম্যাচ জিতলে সেমিফাইনালে ওঠার আশাটা থাকে।
কাল প্রথমে ব্যাট করে শেবাগ-গম্ভীরের দল করে ১১১ রান। পাঞ্জাব মামুলি লক্ষ্যটা ছুঁয়েছে ৮ বল বাকি থাকতেই। ১১ ম্যাচে ১২ পয়েন্ট দিল্লির।
No comments