পাকিস্তানে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ১৩ জঙ্গি নিহত
পাকিস্তানের উপজাতি অধ্যুষিত ওরাকজাইয়ে গতকাল রোববার সরকারি সেনাদের সঙ্গে সংঘর্ষে ১৩ জঙ্গি নিহত হয়েছে। ওরাকজাইয়ের সাম ও কানগরা গ্রামে গতকাল সকালে এ ঘটনা ঘটে। সরকারি কর্মকর্তারা এ কথা জানান। এ এলাকা থেকে তালেবান জঙ্গিদের বিতাড়িত করার জন্য সে দেশের সেনাবাহিনী নতুন করে অভিযান শুরু করেছে। খবর এএফপি।
স্থানীয় প্রশাসন কর্মকর্তা সাজিদ আহমাদ বলেন, ওই বন্দুকযুদ্ধে কমপক্ষে ১৩ জঙ্গি নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছে। এদিকে পেশোয়ারের এক আধাসামরিক কর্মকর্তা সংঘর্ষ ও হতাহতের ঘটনা নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, ওই এলাকায় হেলিকপ্টার থেকে তালেবানের গোপন আস্তানায় গোলা বর্ষণ করা হয়েছে। এ ছাড়া এ সংঘর্ষে আধাসামরিক বাহিনীর তিনজন সদস্য আহত হয়েছে।
এদিকে সেনাবাহিনী ঘোষণা করেছে, ওরাকজাইতে গত মাসের শেষের দিক থেকে শুরু হওয়া অভিযানে এ পর্যন্ত ১০০ জনের বেশি জঙ্গি নিহত হয়েছে। যদিও নিরপেক্ষভাবে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় প্রশাসন কর্মকর্তা সাজিদ আহমাদ বলেন, ওই বন্দুকযুদ্ধে কমপক্ষে ১৩ জঙ্গি নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছে। এদিকে পেশোয়ারের এক আধাসামরিক কর্মকর্তা সংঘর্ষ ও হতাহতের ঘটনা নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, ওই এলাকায় হেলিকপ্টার থেকে তালেবানের গোপন আস্তানায় গোলা বর্ষণ করা হয়েছে। এ ছাড়া এ সংঘর্ষে আধাসামরিক বাহিনীর তিনজন সদস্য আহত হয়েছে।
এদিকে সেনাবাহিনী ঘোষণা করেছে, ওরাকজাইতে গত মাসের শেষের দিক থেকে শুরু হওয়া অভিযানে এ পর্যন্ত ১০০ জনের বেশি জঙ্গি নিহত হয়েছে। যদিও নিরপেক্ষভাবে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
No comments