নতুন ধরনের ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান
ইরান ব্যাপক হারে নতুন এক ধরনের মাঝারি পাল্লার বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরি করা শুরু করেছে। সে দেশের প্রতিরক্ষামন্ত্রীর বরাত দিয়ে গতকাল রোববার রাষ্ট্রীয় টেলিভিশন এ কথা জানিয়েছে। খবর এএফপির।
প্রতিরক্ষামন্ত্রী আহমাদ ভাহিদি বলেছেন, নতুন ওই ক্ষেপণাস্ত্রটির নাম ‘মেরশাদ’। এটি নিম্ন ও মাঝারি উচ্চতায় চলমান বিমানকে সফলভাবে আঘাত করতে সক্ষম। তবে ক্ষেপণাস্ত্রটির পাল্লা কত তা তিনি সুনির্দিষ্ট করে বলেননি।
ভাহিদি বলেন, ব্যাপক হারে এ ক্ষেপণাস্ত্রের উৎপাদন শুরু হয়েছে। উৎপাদিত ক্ষেপণাস্ত্রগুলোর উল্লেখযোগ্য একটি অংশ এ বছরই সশস্ত্র বাহিনীর কাছে হস্তান্তর করা হবে।
প্রতিরক্ষামন্ত্রী আহমাদ ভাহিদি বলেছেন, নতুন ওই ক্ষেপণাস্ত্রটির নাম ‘মেরশাদ’। এটি নিম্ন ও মাঝারি উচ্চতায় চলমান বিমানকে সফলভাবে আঘাত করতে সক্ষম। তবে ক্ষেপণাস্ত্রটির পাল্লা কত তা তিনি সুনির্দিষ্ট করে বলেননি।
ভাহিদি বলেন, ব্যাপক হারে এ ক্ষেপণাস্ত্রের উৎপাদন শুরু হয়েছে। উৎপাদিত ক্ষেপণাস্ত্রগুলোর উল্লেখযোগ্য একটি অংশ এ বছরই সশস্ত্র বাহিনীর কাছে হস্তান্তর করা হবে।
No comments