রানীর প্রত্যাবর্তন
বলিউডের এক সময়ের সাড়া জাগানো নায়িকা রানী মুখার্জি দীর্ঘ ৩ বছর বিরতির পর রুপালি পর্দায় ফিরছেন। এবার যশরাজ ফিল্মস প্রযোজিত ‘হিচকি’ ছবির মধ্য দিয়ে প্রত্যাবর্তন করছেন তিনি।
সংসার, সন্তান নিয়ে এতদিন ব্যস্ত থাকায় রুপালি পর্দার আঁড়ালে ছিলেন রানী মুখার্জি।
ইউটিউবে প্রকাশিত হয়েছে ‘হিচকি’ ছবির ট্রেলার। প্রকাশিত ট্রেইলারে শিক্ষিকার চরিত্রে দেখা যায় রানীকে। খুব দক্ষতার সঙ্গে সব কাজ করেন তিনি। কিন্তু কিছু সময় পরপর হেঁচকি ওঠে তার। এটা অনেকে তার দুর্বলতা মনে করেন। কিন্তু এ নিয়ে মোটেও চিন্তিত নন রানী। বরং নতুন নতুন চ্যালেঞ্জ নিতে দেখা যায় তাকে। মনিশ শর্মা পরিচালিত ছবিটি মুক্তি পাবে আগামী ২৩ ফেব্রুয়ারি।
বলিউডে তুমুল আলোচনা চলছে, রানীর আরো একটি পাওয়ার প্যাক্ট পারফরম্যান্স দেখতে চলেছে ইন্ডাস্ট্রি। ছবিটি মূলত একটি মেয়ের জীবনের গল্প, যেখানে মেয়েটি নিজের দুর্বলতাকে নিজের শক্তিতে পরিণত করবে।
ভারতীয় গণমাধ্যমকে রানী বলেন, ‘আমি এমন একটা স্ক্রিপ্টের জন্য অপেক্ষা করছিলাম, যেটি আমার কাছে চ্যালেঞ্জ। যেটি আমাকে আগ্রহী করবে। হিচকি আমাকে সেই সুযোগটা করে দিয়েছে।’
সবশেষ ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘মারদানী’ ছবিতে দেখা গেছে বলিউডের এ অভিনেত্রীকে।
সংসার, সন্তান নিয়ে এতদিন ব্যস্ত থাকায় রুপালি পর্দার আঁড়ালে ছিলেন রানী মুখার্জি।
ইউটিউবে প্রকাশিত হয়েছে ‘হিচকি’ ছবির ট্রেলার। প্রকাশিত ট্রেইলারে শিক্ষিকার চরিত্রে দেখা যায় রানীকে। খুব দক্ষতার সঙ্গে সব কাজ করেন তিনি। কিন্তু কিছু সময় পরপর হেঁচকি ওঠে তার। এটা অনেকে তার দুর্বলতা মনে করেন। কিন্তু এ নিয়ে মোটেও চিন্তিত নন রানী। বরং নতুন নতুন চ্যালেঞ্জ নিতে দেখা যায় তাকে। মনিশ শর্মা পরিচালিত ছবিটি মুক্তি পাবে আগামী ২৩ ফেব্রুয়ারি।
বলিউডে তুমুল আলোচনা চলছে, রানীর আরো একটি পাওয়ার প্যাক্ট পারফরম্যান্স দেখতে চলেছে ইন্ডাস্ট্রি। ছবিটি মূলত একটি মেয়ের জীবনের গল্প, যেখানে মেয়েটি নিজের দুর্বলতাকে নিজের শক্তিতে পরিণত করবে।
ভারতীয় গণমাধ্যমকে রানী বলেন, ‘আমি এমন একটা স্ক্রিপ্টের জন্য অপেক্ষা করছিলাম, যেটি আমার কাছে চ্যালেঞ্জ। যেটি আমাকে আগ্রহী করবে। হিচকি আমাকে সেই সুযোগটা করে দিয়েছে।’
সবশেষ ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘মারদানী’ ছবিতে দেখা গেছে বলিউডের এ অভিনেত্রীকে।
No comments