ইস্ট ডেল্টায় ‘অ্যাডমিশন ফেয়ার’
চট্টগ্রামের বেসরকারি ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের (ইডিইউ) আগামী বছরের স্প্রিং সেমিস্টারের জন্য ‘অ্যাডমিশন ফেয়ার’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার নগরীর প্রবর্তক মোড়ে ইডিইউ’র বর্ধিত একাডেমিক ভবনে এই মেলার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ইডিইউর চেয়ারম্যান এবং বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, “প্রতিবছর উচ্চ শিক্ষার জন্য অনেক শিক্ষার্থী যুক্তরাজ্য, জাপান, কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে পাড়ি জমাত। তাদের অনেকেই এখন এই বিশ্ববিদ্যালয়ে পড়তে আগ্রহী যা আমাদের জন্য গর্বের।”
ইডিইউ’র উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সিকান্দার খান বলেন, মেধাবীরা যাতে পছন্দের বিষয় খুঁজে নিতে পারেন তাই এ ধরনের মেলার আয়োজন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইডিইউ’র ট্রেজারার অধ্যাপক সামস উদ দোহা, ডিরেক্টর শাফায়েত চৌধুরী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সজল বড়ুয়া, অ্যাসোসিয়েট ডিন ড. মোহাম্মদ নাজিম উদ্দিন।
মেলায় ভর্তির যাবতীয় তথ্য ছাড়াও স্পট এডমিশন, স্কলারশিপ, ক্যাম্পাস জব, ক্যারিয়ার প্লেসমেন্ট সেল, ক্রেডিট ট্রান্সফার ও বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ শিক্ষা কার্যক্রমের বিভিন্ন তথ্য জানার সুযোগ ছিল।
No comments