খোঁজ মিলেছে নিখোঁজ সাংবাদিক উৎপল দাসের
ভুলতা পুলিশ ফাঁড়িতে উৎপল দাস |
নিখোঁজ
হওয়ার দুমাসেরও বেশি সময় পর সন্ধান মিলেছে সাংবাদিক উৎপল দাসের।
মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে তার পিতা চিত্তরঞ্জন দাস বিবিসিকে
উৎপলের সন্ধান পাওয়ার খবর নিশ্চিত করেন। তিনি বলেন, " সে নারায়ণগঞ্জের
ভুলতায় রয়েছে। আমরা অপেক্ষা করছি। উৎপল আসছে বাড়িতে। তার মায়ের সাথেও
কথা হয়েছে"। উৎপল দাসের ঘনিষ্ঠ বন্ধু ঢাকার সাংবাদিক রাজীব আহমদ জানান,
রাতে হঠাৎ করেই ভাইবারে সচল দেখা যায় উৎপলকে।
এরপরই একজন সাংবাদিক তাকে কল
দিলে উৎপল দ্বিতীয় দফায় সেটি রিসিভ করেন। এরপর উৎপল জানান যে তিনি
নারায়ণগঞ্জের ভুলতা এলাকায় রয়েছেন এবং তিনি ভালো আছেন। আহমদ বলেন, পরে
তারা বন্ধুরা প্রায় সবাই তার সাথে ফোনে কথা বলেছেন এবং উৎপল জানিয়েছেন যে
তিনি তার পরিবারের সাথেও কথা বলেছেন। রাত একটার দিকে উৎপলের আরেক বন্ধু
সাংবাদিক এজাজুল হক মুকুল বিবিসিকে জানান, খবর পেয়েই রাত সাড়ে বারটার
দিকে তারা ভুলতার দিকে রওনা হয়েছেন। এর আগে গত ২৩ অক্টোবর উৎপল দাসের বাবা
চিত্ত রঞ্জন দাস মতিঝিল থানায় একটি জিডি করেন যেখানে বলা হয় উৎপল তেরো
দিন ধরে নিখোঁজ। ওইদিন উৎপলের দুটি মোবাইল নাম্বার থেকে ফোন করে এক লাখ
টাকা দাবি করা হয় বলেও জানান তার বাবা। এরপর থেকেই মূলত তার কোনো খোঁজ
পাওয়া যাচ্ছিলোনা এবং তার সন্ধান চেয়ে প্রায় প্রতিদিনই নানা কর্মসূচি
পালন করেছে তার সহকর্মী সাংবাদিকরা।
No comments