জলবায়ু তহবিলে অর্থ দেয়ার অঙ্গীকার
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার জাতিসংঘ জলবায়ু তহবিলে তিনশ কোটি ডলার দেয়ার অঙ্গীকারকে স্বাগত জানিয়েছে পরিবেশ নিয়ে প্রচারণাকারীরা।
তারা বৈশ্বিক উষ্ণতাকে বিশ্ব রাজনীতির মূল এজেন্ডা হিসেবেও উল্লেখ করে। ব্রিসবেনে জি২০ শীর্ষ সম্মেলনের এক ফাঁকে শনিবার ওবামা জাতিসংঘের জলবায়ু পরিবর্তন প্রশমন তহবিলে এ অর্থ দেয়ার অঙ্গীকার করেন। অস্ট্রেলিয়ার গ্রিনপিসের প্রধান নির্বাহী ডেভিড রিটার বলেন, পরিবেশই বিশ্ব রাজনীতির মূল বিষয়। এমনকি চীনের জন্যও।এর মানে আমাদের জন্যও। সিডনিভিত্তিক ক্লাইমেট কাউন্সিলের টিম ফ্লেনারি বলেন, এটি খুবই স্পষ্ট বার্তা যে যুক্তরাষ্ট্র বিষয়টি নিয়ে এগিয়ে এসেছে এর মানে বাদ বাকি বিশ্বও এ বিষয়ে পদক্ষেপ নেবে।
তারা বৈশ্বিক উষ্ণতাকে বিশ্ব রাজনীতির মূল এজেন্ডা হিসেবেও উল্লেখ করে। ব্রিসবেনে জি২০ শীর্ষ সম্মেলনের এক ফাঁকে শনিবার ওবামা জাতিসংঘের জলবায়ু পরিবর্তন প্রশমন তহবিলে এ অর্থ দেয়ার অঙ্গীকার করেন। অস্ট্রেলিয়ার গ্রিনপিসের প্রধান নির্বাহী ডেভিড রিটার বলেন, পরিবেশই বিশ্ব রাজনীতির মূল বিষয়। এমনকি চীনের জন্যও।এর মানে আমাদের জন্যও। সিডনিভিত্তিক ক্লাইমেট কাউন্সিলের টিম ফ্লেনারি বলেন, এটি খুবই স্পষ্ট বার্তা যে যুক্তরাষ্ট্র বিষয়টি নিয়ে এগিয়ে এসেছে এর মানে বাদ বাকি বিশ্বও এ বিষয়ে পদক্ষেপ নেবে।
No comments